পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ইট ছোড়ার জন্যই কি পুলিশের অতি সক্রিয়তা ?

পুলিশ ও দুর্গাপুরের নিশাটহাট বস্তিবাসীদের মধ্য়ে বচসা । চলে বোমাবাজি । দফায় দফায় ইটবৃষ্টিতে জখম কয়েকজন পুলিশকর্মী । এখনও থমথমে পরিবেশ ।

By

Published : Jun 8, 2019, 2:59 PM IST

toto

দুর্গাপুর, 8 জুন : দুই যুবকের কথা কাটাকাটি দিয়ে শুরু । আর তাকে কেন্দ্র করে গতরাতে রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুরের নিশানহাট বস্তি এলাকা । ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা দুর্গাপুর "এ" জ়োন ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় । তারপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা । পরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনার কথা চাউর হতেই এ জ়োন ফাঁড়িতে ভিড় জমায় পুরুষ মহিলা নির্বিশেষে নিশানহাট বস্তি এলাকার বাসিন্দারা । শুরু হয় ইটবৃষ্টি । দফায় দফায় ইটবৃষ্টির জেরে জখম হন কয়েকজন পুলিশকর্মী । তাঁদের মধ্যে রয়েছেন দুর্গাপুর থানার IC গৌতম তালুকদার ও CI (A) ।

এরপর DCP (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশবাহিনী । পরিস্থিতি মোকাবিলার জন্য তারা নিশানহাটে ঢুকতে গেলে এলাকাবাসী তাদের আক্রমণ করে । চলে বোমাবাজি । যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স, র‍্যাফে ও বিশাল পুলিশবাহিনী । স্থানীয়দের অভিযোগ, পুলিশ এলাকায় ঢোকে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় 40 জনকে আটক করে ।

এই ঘটনার জেরে আজ সকালে নিশানহাট বস্তির বাসিন্দারা থানায় পুলিশি অত্যাচারের অভিযোগ জানায় । তাদের অভিযোগ, পুলিশ রাতে তাদের বাড়িতে ঢুকে বেপরোয়া লাঠিচার্জ করে । তারা বাড়ির সামনে দাঁড় করানো অনেকগুলি টোটো ভেঙে দেয় বলেও অভিযোগ জানায় বাসিন্দারা । এছাড়াও পুলিশের পক্ষ থেকেও ইটবৃষ্টির অভিযোগ আনে তারা ।

মূলত অবাঙালি বাসিন্দাদের প্রাধান্য এই নিশানহাট বস্তি এলাকায় । তবে এই ঘটনায় কি রাজনৈতিক কোনও ইন্ধন রয়েছে? অভিযোগ, গতরাতে যারা "এ" জ়োন ফাঁড়ির দিকে লক্ষ্য করে ইট ছোড়ে, তাদের মুখে শোনা গেছে "জয় শ্রীরাম" ধ্বনি । আজ ওই বস্তির মহিলারা দাবি করে, বস্তি থেকে পুলিশ যাদের ধরে নিয়ে গেছে তাদের দু'ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে । যদি তা না করা হয়, তবে তারা ফের ফাঁড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দেয় । সব মিলিয়ে এখনও থমথমে দুর্গাপুরের নিশানহাট বস্তি ।

ABOUT THE AUTHOR

...view details