পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

2021 BJP এই রাজ্যে সরকার গঠন করবে : মুকুল রায় - bjp to form government in state

2021 বিধানসভা নির্বাচনে রাজ্যে BJP সরকার গঠন করবে ৷ দুর্গাপুরে এসে এই কথা বললেন BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায় ৷

mukul roy
মুকুল রায়

By

Published : Sep 24, 2020, 9:07 PM IST

Updated : Sep 24, 2020, 10:41 PM IST


দুর্গাপুর, 24 সেপ্টেম্বর :"লোকসভা নির্বাচনে যেমন বলেছিলাম তাই হয়েছে। এখন যা বলছি তা-ই হবে ৷ 2021 এর বিধানসভা নির্বাচনে BJP এই রাজ্যে সরকার গড়বে ৷" বৃহস্পতিবার দুর্গাপুরে এসে এই কথা বললেন BJP-র কেন্দ্রীয় নেতা মুকুল রায় ৷ বৃহস্পতিবার দুর্গাপুরে আসেন BJP-র দুই কেন্দ্রীয় নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। দুর্গাপুরের বি-জোন বিদ্যাসাগর রোডে B M S- এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে, মুকুল রায় এক প্রশ্নের উত্তরে বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে BJP ৷

রাজ্য রাজনীতির এই চাণক্য লোকসভা ভোটে BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন ৷ লোকসভায় BJP ভালো ফল করবে বলে সেসময় দাবি করেছিলেন মুকুল ৷ এমনকি উত্তরবঙ্গে লোকসভা ভোট গ্রহনের পরেই কলকাতায় রাজ্য় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন,উত্তরবঙ্গে BJP-র বিপুল জয় হবে ৷ লোকসভা ভোটের ফল বের হতেই মুকুলের ভবিষ্যৎবাণী সত্য় প্রমাণিত হয় ৷ সেদিক থেকে বিধানসভা নির্বাচন নিয়ে মুকুল রায়ের এদিনের বক্তব্যকে ওয়াকিবহাল মহলের একাংশ গুরুত্ব দিচ্ছে ৷

BJP এই রাজ্যে সরকার গঠন করবে

কৃষিবিল সম্পর্কে মুকুল বলেন, " কৃষিবিল 1955 সালে পাশ হয় ৷ এতদিন পরে তা লাগু হল বলা যেতে পারে। কৃষকদের কল্যাণে এই বিল অত্যন্ত জরুরী এবং সময় উপযোগী। এই বিল প্রধানমন্ত্রী বা আমরা কেউ করিনি। বর্তমান সময়কালে দেশের কৃষকদের সার্বিক প্রয়োজনে এই বিল তৈরি করেছে এক্সপার্ট কমিটি। তাছাড়া কৃষকদের সঙ্গে রীতিমতো কথা বলে তাদের সমস্ত সুযোগ সুবিধা দেখার পরে তবে এই বিল পাস করানো হয়েছে। বিরোধীরা আসলে কোনও ইস্যু পাচ্ছেন না। নরেন্দ্র মোদিকে দেশের মানুষ বিপুলভাবে সমর্থন করেছেন দ্বিতীয়বার। আর এতেই বিরোধীরা চটেছেন। বিল যদি কৃষক বিরোধী হয় তাহলে আগামী নির্বাচনগুলোর দিকে তাকাতে হবে। মানুষ নিশ্চয়ই তার ফল ভোটবাক্সে দেবেন।" এরপরেই মুকুল রায় বলেন," মানুষ যেমন রায় দিয়েছিলেন ৷ এর আগে এই রাজ্যে BJP একটি দুটি আসন পেত। কিন্তু 2019 সালে দেশের মতো এই রাজ্যেও BJP বিপুল আসন পেল । আবার আপনাদেরকে বলে গেলাম 2021- এ এই রাজ্যে BJP সরকারের হবে। " সাংবাদিক সম্মেলনে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতি বিরোধিতার সুর চড়াননি। বিরোধী কংগ্রেসের সমালোচনা করলেও তৃণমূল কংগ্রেসের সমালোচনায় এর আগে মুকুল রায়কে যতটা সরব হতে দেখা যেত তা কিন্তু এদিন দেখা গেল না।

Last Updated : Sep 24, 2020, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details