দুর্গাপুর, 9 অক্টোবর : কারও মোবাইল হারিয়েছিল 3 বছর আগে, কারও বা আরও বেশি সময় আগে। মোবাইল পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন তারা। কিন্তু অন্ডাল থানার পুলিশ হারিয়ে যাওয়া 26টি মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের হাতে তুলে দিলেন।
26 টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল অন্ডাল থানার পুলিশ - অন্ডাল থানার পুলিশ হারিয়ে যাওয়া 26টি মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের হাতে তুলে দিলেন।
অন্ডাল থানার পুলিশ হারিয়ে যাওয়া 26টি মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের হাতে তুলে দিলেন।
অন্ডাল
পুজোর আগে এ যেন উপহার পাওয়া ৷ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশী মালিকরা। অন্ডাল থানার পুলিশের প্রশংসা শোনা গেল তাদের মুখে। অন্ডাল থানার অফিসার ইনচার্জ পার্থ ঘোষ মোবাইল ফোনগুলি তুলে দেন মালিকদের হাতে।