পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরে ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যু অ্যামেরিকান যুবকের - america

ক্রিকেট খেলতে গিয়ে অ্যামেরিকান যুবকের মৃত্যু। গতকাল ক্রিকেট খেলতে খেলতে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 29, 2019, 9:27 PM IST

দুর্গাপুর, 29 মার্চ : দুর্গাপুরের রাজীব গান্ধি মেলা ময়দানে ক্রিকেট খেলতে নেমে অসুস্থ হয়ে মৃত্যু হল এক অ্যামেরিকান যুবকের। তাঁর নাম টিমোথি প্যাট্রিক। গতকাল বিকেলের ঘটনা।

টিমোথি অ্যামেরিকার লুইসিয়ানার বাসিন্দা। কর্মসূত্রে তিনি দুর্গাপুর থানা এলাকায় একটি বহুতলে ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন স্ত্রী হান্না লি হাম্বি স্কট। তাঁরা দু'জনেই রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। গতকাল বিকালে হাঁটতে বেরিয়েছিলেন ওই যুবক। রাজীব গান্ধি মেলা ময়দানে ক্রিকেট খেলতে নেমে পড়েন। খেলতে খেলতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার দেবাশিষ ঘোষ বলেন, "তাঁর শরীরে কোনও চোট বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে। ময়নাতদন্তের জন্য দেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।" অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ABOUT THE AUTHOR

...view details