দুর্গাপুর, 25 জানুয়ারি: 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী আসানসোল -দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা 2018 সালের তুলনায় 35 শতাংশ কমেছে । কমেছে প্রাণহানির ঘটনাও । মোট দুর্ঘটনার 65 শতাংশ ঘটেছে দুই ও চার চাকার গাড়ির ক্ষেত্রে । জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শাশ্বতী শ্বেতা মণ্ডল
সেফ ড্রাইভ সেভ লাইফে সাফল্য, আসানসোল-দুর্গাপুরে কমেছে দুর্ঘটনা
রাজ্যজুড়ে চলছে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি । মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় পশ্চিম বর্ধমান জেলায় পুলিশও তৎপর হয়ে উঠেছে । তবে পুলিশের সঙ্গে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ।
রাজ্যজুড়ে চলছে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি । মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ায় পশ্চিম বর্ধমান জেলায় পুলিশও তৎপর হয়ে উঠেছে । তবে পুলিশের সঙ্গে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ।বছরভর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এনিয়ে চলেছে লাগাতার প্রচার । আগে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে দিয়ে যাওয়া দু-নম্বর জাতীয় সড়ক ও এলাকার অন্য সড়কেও প্রায়ই দুর্ঘটনা ঘটত । প্রাণহানি হত ।
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে গত বছরের নভেম্বর থেকে একটি LED মনিটর লাগানো গাড়ি রাস্তায় নামানো হয়েছে । ট্রাফিক সচেতনতায় সেই মনিটরে চালক ও পথচারীদের দেখানো হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের কিছু ভিশুয়াল ।