দুর্গাপুর, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামায় ১৪ জানুয়ারি আত্মঘাতী জঙ্গি হানায় প্রায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হয়েছিলেন।সেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ পেট্রল ও ডিজ়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্য পেট্রোলপাম্পগুলিতে গতকাল আধ ঘণ্টা আলো নিভিয়ে রাখা হয়।
জঙ্গি হামলার প্রতিবাদে পেট্রলপাম্পে আলো নিভিয়ে প্রতিবাদ - military
পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদ জানাল পশ্চিমবঙ্গ পেট্রল ও ডিজ়েল ডিলার্স অ্যাসোসিয়েশন।
পেট্রোল পাম্পে জ্বলেনি আলো
গতকাল সন্ধ্যা সাতটা বাজতেই পেট্রলপাম্পগুলির সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা আলো নিভিয়ে রাখা হয়। ওই আধ ঘণ্টা কোনও গ্রাহককে তেলও বিক্রি করা হয়নি।
দুর্গাপুরের সমস্ত পেট্রলপাম্পেই এই ছবি ধরা পড়েছে। পাম্পে আসা ক্রেতাদের চুপ করে দাঁড়ানোর জন্যও অনুরোধ করা হয়। সাড়ে সাতটার পরে ফের আলো জ্বালিয়ে পাম্পে তেল বিক্রি শুরু করা হয়।