বর্ধমান,16 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই বর্ধমানের পুরানো রেলব্রিজ ভাঙা হবে । আজ এই কথা জানালেন পূর্ব রেলের DRM ঈশা খান । বর্ধমান স্টেশনে নির্মাণকাজ পরিদর্শন করতে এসে তিনি আজ একথা বলেন ।
রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পুরানো রেলব্রিজ ভাঙা হবে বর্ধমানে
বর্ধমানের পুরানো রেলব্রিজ ভাঙা হবে ।রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই কাজ হবে বলে জানান পূর্ব রেলের DRM ঈশা খান ।
আজ দুপুরে বর্ধমান স্টেশন পরিদর্শন করেন DRM। পরে শক্তিগড় ও খানা জংশন পরিদর্শন করেন । বর্ধমান স্টেশন সংলগ্ন পুরানো রেলব্রিজ নিয়ে তাঁদের কী চিন্তাভাবনা আছে, সেই প্রশ্নের উত্তরে DRM ঈশা খান বলেন, "পুরানো রেলব্রিজ ভাঙা হবে । সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে । তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে একটা তারিখ ঠিক করবে । সেই মতো কাজ শুরু হবে ।" তিনি বলেন, তাঁদের যা করার ছিল সেটা জানিয়ে দেওয়া হয়েছে । বাকি কাজের দায়িত্ব রেলওয়ে বিকাশ লিমিটেডের।
প্রায় 100 বছরের প্রাচীন বর্ধমান স্টেশনের অনেকদিন ধরে আধুনিকীকরণের কাজও চলছে । 4 জানুয়ারি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একটা বড় অংশ৷ স্টেশনে ঢোকার মুখেই একটি বড় অংশ ভেঙে পড়ার ফলে কয়েক জন গুরুতর আহত হন । পুরোনো রেলব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি হবে।