পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পুরানো রেলব্রিজ ভাঙা হবে বর্ধমানে

বর্ধমানের পুরানো রেলব্রিজ ভাঙা হবে ।রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই এই কাজ হবে বলে জানান পূর্ব রেলের DRM ঈশা খান ।

burdwan rail bridge
পুরোনো রেলব্রিজ ভাঙা হবে বর্ধমানে

By

Published : Feb 17, 2020, 12:04 AM IST

বর্ধমান,16 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই বর্ধমানের পুরানো রেলব্রিজ ভাঙা হবে । আজ এই কথা জানালেন পূর্ব রেলের DRM ঈশা খান । বর্ধমান স্টেশনে নির্মাণকাজ পরিদর্শন করতে এসে তিনি আজ একথা বলেন ।

আজ দুপুরে বর্ধমান স্টেশন পরিদর্শন করেন DRM। পরে শক্তিগড় ও খানা জংশন পরিদর্শন করেন । বর্ধমান স্টেশন সংলগ্ন পুরানো রেলব্রিজ নিয়ে তাঁদের কী চিন্তাভাবনা আছে, সেই প্রশ্নের উত্তরে DRM ঈশা খান বলেন, "পুরানো রেলব্রিজ ভাঙা হবে । সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে । তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে একটা তারিখ ঠিক করবে । সেই মতো কাজ শুরু হবে ।" তিনি বলেন, তাঁদের যা করার ছিল সেটা জানিয়ে দেওয়া হয়েছে । বাকি কাজের দায়িত্ব রেলওয়ে বিকাশ লিমিটেডের।

পুরোনো রেলব্রিজ ভাঙা হবে বর্ধমানে

প্রায় 100 বছরের প্রাচীন বর্ধমান স্টেশনের অনেকদিন ধরে আধুনিকীকরণের কাজও চলছে । 4 জানুয়ারি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একটা বড় অংশ৷ স্টেশনে ঢোকার মুখেই একটি বড় অংশ ভেঙে পড়ার ফলে কয়েক জন গুরুতর আহত হন । পুরোনো রেলব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি হবে।

ABOUT THE AUTHOR

...view details