বর্ধমান, 20 এপ্রিল : আক্রান্ত সন্দেহে বর্ধমানের কোরোনা হাসপাতালে 15 জনকে ভরতি করা হল। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের বুলেটিন অনুযায়ী, আজ সকাল 7টা পর্যন্ত সেখানে 38 জন ভরতি রয়েছেন। তবে রবিবার থেকে যাঁরা ভরতি রয়েছেন তাঁদের চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্যের উল্লেখ নেই সেখানে।
বুলিটিনে জানানো হয়েছে, রবিবার সকাল 7টা পর্যন্ত বর্ধমানের কোরোনা হাসপাতালে 23 জন ভরতি ছিলেন। রবিবার সকাল সাতটা থেকে সোমবার সকাল 7টা পর্যন্ত সেখানে আরও 15 জনকে ভরতি করা হয়েছে।
কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানের হাসপাতালে ভরতি আরও 15
বর্ধমানের কোরোনা হাসপাতালে আরও 15 জনকে ভরতি করা হল।
কোরোনা
গত 24 ঘন্টায় কোরোনা হাসপাতাল থেকে কাউকে ছুটি দেওয়া হয়নি। এমনকী কাউকে কোথাও রেফারও করা হয়নি। অন্যান্য দিনের বুলেটিনে মন্তব্যের ঘরে রিপোর্টের কথা উল্লেখ থাকত। আজ যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে মন্তব্যের ঘরে কোনও কিছুর উল্লেখ নেই। তবে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা সন্দেহে যাঁদের ভরতি করা হয়েছে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আজ আসার কথা থাকলেও তা আসেনি ।