5 নিরাপত্তারক্ষীকে ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ
মাহাচাঁন্দা সাবস্টেশনে চুরির ঘটনায় পাঁচ কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে নিরাপত্তা সংস্থা ৷ এর প্রতিবাদে ওই সংস্থায় কর্মরত বাকি নিরাপত্তাকর্মীরা মাহাচাঁন্দা পাওয়ার হাউসের সামনে বিক্ষোভ দেখান ৷
ভাতার, 17 নভেম্বর : পাঁচ অস্থায়ী নিরাপত্তারক্ষীকে ছাঁটাই করার অভিযোগ। বিক্ষোভ দেখালেন পাওয়ার হাউসের অস্থায়ী সিকিউরিটি গার্ডরা । মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাচাঁন্দা পাওয়ার হাউসের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।
গত সপ্তাহে মাহাচাঁন্দা সাবস্টেশনে চুরির ঘটনা ঘটেছিল। ফলে, এই সংস্থা পাঁচ নিরাপত্তাকর্মীকে কাজ থেকে বসিয়ে দেয়। তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে অন্যান্য নিরাপত্তাকর্মীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, যতদিন না ওই পাঁচ কর্মীকে কাজে নিযুক্ত করা হচ্ছে, ততদিন তাঁদের এই আন্দোলন চলবে।
নিরাপত্তারক্ষী উজ্জ্বল কুমার সাধু বলেন , "আমাদের পাঁচ জন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে আমরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। যতদিন না তাঁদের কাজে নিযুক্ত করা হবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব।" নিরাপত্তারক্ষী বিপিন চন্দ্র ঘোষ বলেন, "আমরা চাই যে কারও কাজ যেন চলে না যায়। লকডাউনের পরিস্থিতিতে এত কষ্ট করে আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছি। অনেক দূর থেকে আমরা এখানে কাজ করতে আসি। প্রত্যেকেই গরিব মানুষ। এই অবস্থায় কাজ চলে গেলে খাব কী !এই প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি।"