পথ দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু - ভাতার
প্রাতঃভ্রমণ করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে ভাতারের পারহাট গ্রামে।
ভাতার, 9 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব কর্মকার (65)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতারের পারহাট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন জয়দেব কর্মকার নামে ওই প্রৌঢ়। পেশায় তিনি ব্যবসায়ী। বেলার দিকে রাস্তার ধারে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষেরা। তাঁরা ভাতার থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতের ছেলে মণি কর্মকার বলেন, "আমার বাবা প্রতিদিন প্রাতঃভ্রমণ করতে যেতেন। এদিন বাড়ি ফেরার পথে এলাকার পাঁচ মাথার মোড়ে একটা লরি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।" ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে বাড়ির লোককে খবর দেন। বাড়ির লোকেরা গিয়ে দেখেন, রাস্তায় তাঁর মৃতদেহ পড়ে আছে। এরপর গ্রামের লোকজন ভাতার থানায় খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে।