পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে 'এক কুয়ো প্রেত'

আসানসোলের কালীপাহাড়ি মোড়ের 2 নম্বর জাতীয় সড়কের ধারে প্রদীপ বাবা নামধারী এক ব্যক্তির কালী মন্দির ও আশ্রমে রয়েছে এই প্রেতকুয়ো । প্রদীপ বাবার দাবি, তিনি নাকি লক্ষাধিক প্রেতকে নাকি বন্দি করে রেখেছেন এই কুয়োয় । এই কুয়োর মাধ্যমেই প্রেতদের নাকি তিনি শান্তি রাজ্যে পাঠান ।

প্রেত কুয়ো

By

Published : Oct 25, 2019, 3:18 PM IST

আসানসোল, 25 অক্টোবর : মা কালীর উপাসনার সঙ্গে শক্তি আরাধনার একটা গভীর সম্পর্ক রয়েছে । তাই তা নিয়ে রয়েছে নানা জনশ্রুতিও ৷ তেমনই আসানসোলের এক কালীমন্দির নিয়েও রয়েছে নানা গল্প৷

এই যেমন ধরুন আসানসোলের প্রেত কুয়ো । কুয়োতে নাকি প্রেত রয়েছে, দাবি আশ্রমের বাসিন্দা সাধুর ৷ আসানসোলের কালীপাহাড়ি মোড়ের 2 নম্বর জাতীয় সড়কের ধারে প্রদীপ বাবা নামধারী এক ব্যক্তির কালী মন্দির ও আশ্রমে রয়েছে এই প্রেতকুয়ো । প্রদীপ বাবার দাবি, তিনি নাকি লক্ষাধিক প্রেতকে বন্দি করে রেখেছেন এই কুয়োয় । এই কুয়োর মাধ্যমেই প্রেতদের নাকি তিনি শান্তি রাজ্যে পাঠান ।

প্রতিবছর কালীপুজোয় তাই নাকি তন্ত্রসাধনাও করেন । কিন্তু যুক্তিবাদী সংগঠনের মানুষজন একেবারেই গুরুত্ব দিতে নারাজ এই ব্যাখ্যাকে ৷ কিন্তু বিজ্ঞানমঞ্চের তরফে কখনওই এজাতীয় ঘটনায় সমর্থন জানানো হয়নি ৷ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার কোনও সত্যতা নেই । তবুও কালীপুজোর রাতে মানুষের ঢল নামে এই প্রেত কুয়ো দেখার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details