মন্তেশ্বর (পূর্ব বর্ধমান), ১১ ফেব্রুয়ারি : মন্তেশ্বরের খাদরা এলাকায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল। সম্পর্কে তারা পাড়াতুতো কাকা ও ভাইপো। কাকার নাম প্রশান্ত রায় (২২)। ভাইপো বিধান রায় (১৮)। এটি আত্মহত্যা, না খুন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
সরস্বতী পুজো দেখতে বেরিয়েছিল কাকা-ভাইপো, পরে ঝুলন্ত দেহ উদ্ধার - bardhaman
পুজোর দিন সন্ধ্যায় দু'জনে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কাকা ও ভাইপো। পরে তাদের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ছবি সৌজন্যে : Pixabay
প্রশান্ত দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত। সরস্বতী পুজোয় সে বাড়ি এসেছিল। পুজোর দিন সন্ধ্যায় দু'জনে ঠাকুর দেখতে বেরোয়। কিন্তু তারা বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। আজ সকালে গ্রামের এক প্রান্তে একটি আমগাছের ডালে দুইজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে এটা আত্মহত্যা, না খুন।