পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Irregularities in Swasthya Sathi : পূর্ব বর্ধমানে স্বাস্থ্যসাথী কার্ডে অনিয়ম, নার্সিংহোমগুলিকে সতর্ক করলেন জেলাশাসক

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ব্যক্তিগতভাবে তদন্ত করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা (District Magistrate of East Burdwan Personally Investigate Irregularities of Swasthya Sathi) ৷ জেলার প্রতিটি নার্সিংহোমে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

District Magistrate of East Burdwan Personally Investigate Irregularities of Swasthya Sathi
District Magistrate of East Burdwan Personally Investigate Irregularities of Swasthya Sathi

By

Published : Apr 3, 2022, 11:45 AM IST

বর্ধমান, 3 এপ্রিল : স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না করিয়ে গ্রাহকদের নামে মোটা টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল (Irregularities in Swasthya Sathi) ৷ যা নিয়ে চলছে পুলিশি তদন্ত ৷ তারই মধ্যে স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিষয়ে নার্সিংহোমগুলি নিয়মনীতি মানছে কিনা, এদিন তা খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ৷ তিনি বেশ কয়েকটি নার্সিংহোমে গিয়ে পরিস্থিতি দেখে আসেন (District Magistrate of East Burdwan Personally Investigate Irregularities of Swasthya Sathi) ৷ তাঁর সঙ্গে ছিলেন মহকুমা শাসক, মুখ্যস্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য আধিকারিকরা ৷

এদিন বিভিন্ন নার্সিংহোম ঘুরে দেখা যায়, স্বাস্থ্যসাথী সংক্রান্ত যে সব নিয়ম মানতে নার্সিংহোমগুলিকে বলা হয়েছে তারা সেই নিয়ম মানছে না ৷ স্বাস্থ্যসাথী কার্ডে কীভাবে সুবিধা পাওয়া যাবে ? ওই কার্ডে চিকিৎসার জন্য কতজন হাসপাতালে ভর্তি হচ্ছেন ? কতজনের ছুটি হচ্ছে ? সেই সংক্রান্ত রেজিস্ট্রার থাকা আবশ্যক ৷ অভিযোগ, নার্সিংহোমগুলিতে সেই সংক্রান্ত কোনও রেজিস্ট্রারই মানা হয় না ৷ যা নিয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করেছেন জেলাশাসক ৷

আরও পড়ুন : Durgapur Man Died in Road Accident : দুর্গাপুরে স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালের বেড মেলেনি, 13 ঘণ্টা ঘুরে প্রৌঢ়ের মৃত্যু

পূর্ব বর্ধমানের জেলাশাসক বলেন, ‘‘স্বাস্থ্যসাথী সংক্রান্ত যে সমস্ত সরকারি গাইড লাইন আছে নার্সিংহোমগুলি সেটা ফলো করছে কিনা সেটা দেখতে এসেছি ৷ নার্সিংহোমের সামনে স্বাস্থ্যসাথী সংক্রান্ত নিয়মাবলী ডিসপ্লে আকারে রাখার নিয়ম আছে ৷ কিন্তু, দেখা যাচ্ছে কেউ সেই নিয়ম পালন করছে না ৷ তাদেরকে সেই বিষয়ে অবহিত করা হয়েছে ৷ এছাড়া স্বাস্থ্যসাথী সংক্রান্ত একটা নির্দিষ্ট রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়েছে ৷ সেখানে কতজন রোগীকে ভর্তি করা হয়েছে ? কতজনের ছুটি হয়েছে ? সেটা যেন পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা থাকে ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details