গলসি, 9 মে : চাল বণ্টনের অধিকারকে কেন্দ্র করে গলসি 1 নম্বর ব্লকের পোরশা গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।আজ সকালে গ্রামের শেখ কামাল উদ্দিন ওরফে কমল গোষ্ঠীর লোকেরা শেখ গোলাম লালন গোষ্ঠীর আজগর মণ্ডলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তারপর পালটা হামলা চালানোর অভিযোগ লালন শেখের লোকজনের বিরুদ্ধে । এরপরে দুই গোষ্ঠীর ব্যাপক বোমাবাজি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলসি থানার প্রচুর পুলিশ গ্রামে যায় । এ ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে । এলাকায় চলছে পুলিশি টহল ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সরকারি চাল বণ্টনের কার কর্তৃত্ব থাকবে তা নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হচ্ছিল গ্রামে। শনিবার সেই গোলমাল ব্যাপক আকার নেয়।
সরকারি চাল বণ্টনের অধিকার নিয়ে বোমাবাজিতে উত্তপ্ত গলসি - bombing
সরকারি চাল বণ্টনে কার কর্তৃত্ব থাকবে তা নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হচ্ছিল গ্রামে। আজ সকালে এই নিয়ে গলসি 1 নম্বর ব্লকের পোরশা গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
গলসি
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম অভিযোগ করেন," আক্রমণকারীদের সকলের হাতে অস্ত্র ছিল । দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে তাঁদের বাড়িতে।" বোমার আঘাতে বেশ কয়েকটি গবাদিপশুও জখম হয়েছে বলে অভিযোগ । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে। এই ঘটনায় কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।