বর্ধমান, 29 জুন : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে বর্ধমানে এলেন সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত । দুই সাংসদ বর্ধমানে শহরের কার্জনগেট এলাকায় পৌঁছোতেই পুলিশি বাধার মুখে পড়লেন ৷ যার পর BJP কর্মীদের সঙ্গে বচসা বাধে পুলিশের । BJP-র নেতারা হুঁশিয়ারি দিলেন, পুলিশ ব্যবস্থা না নিলে জেলাজুড়ে আন্দোলন হবে । যদিও সেই সময় পুলিশ জানায়, রাজনৈতিক দলটি হামলার কথা বললেও দুপুর পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি ।
BJP-র অভিযোগ, বর্ধমান থানার বাইরে BJP কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা ৷ গোটা ঘটনার পেছনে রয়েছে এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ৷ সোমবার দুপুরে তার প্রতিবাদেই বিক্ষোভ দেখাতে বর্ধমানে আসেন BJP সাংসদ সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাতো । নেতারা আসার আগে থেকেই শহরে বিক্ষোভ দেখতে শুরু করে BJP ৷ গোলমালের আশঙ্কায় বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে দেয় । সাংসদেরা কার্জন গেটে পৌঁছতেই পথ আটকায় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসা বাধে BJP কর্মীদের । পরে পুলিশ সুপারের অফিসে যাওয়ার অসুবিধে হওয়ায় ব্যারিকেড তুলে নেয় পুলিশ । এই সময় দুই সাংসদ পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চাইলে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় ৷ অতিরক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন নেতারা । পরে পুলিশ সুপারের কাছে গিয়েই BJP কর্মীদের উপর হামলার ঘটনায় অভিযোগ জানান সুভাষ সরকার ও জ্যোতির্ময় মাহাত ।