পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বর্ধমানের পদ্মশ্রীতে একটুকরো নাগাল্যান্ড

উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড । মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড় । তার মধ্যেই রয়েছে নাগা উপজাতি ।

বর্ধমানের পদ্মশ্রীতে একটুকরো নাগাল্যান্ড

By

Published : Oct 5, 2019, 7:59 PM IST

বর্ধমান : বর্ধমানে নাগাল্যান্ড? অবাক হবেন না ৷ বর্ধমানের পদ্মশ্রী সংঘে এবারের থিম নাগালান্ড ৷ 67 বছরে পড়ল বর্ধমান শহরের পদ্মশ্রী সংঘের পুজো ৷
পুজোর থিম, আদিম নাগার দেশে মা এলো রে নববেশে । উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেরা ভ্রমণের জায়গা নাগাল্যান্ড । মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড় । তার মধ্যেই রয়েছে নাগা উপজাতি ।

এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল ।

এই নাগা উপজাতিদের আদিম যুগ থেকে শুরু করে বর্তমানে তাঁদের সামাজিক জীবনযাত্রা, শিল্প-সংস্কৃতি,বাসস্থান, খাদ্যাভ্যাস, মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী স্বপন পাল । মূলত পরিবেশবান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছে । মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছের ছাল, হোগলা পাতা, মাদুর ঘাসের অংশ, নারকেল গাছের পাতা ,বেত বাঁশ প্রভৃতি ।

মায়ানমার সীমান্তে অবস্থিত নাগাল্যান্ডে প্রচুর উপজাতি মানুষের ভিড়

এক পুজো উদ্যোক্তা বলেন, ''মণ্ডপে ঢুকলেই নিমেষে আপনি হারিয়ে যাবেন অজানা অচেনা সাজানো-গোছানো একটি গ্রামে । যেদিকেই চোখ যায় গাছের ছাল,হোগলা পাতা ,বাঁশ, বেত দিয়ে তৈরি ছোটো ছোটো ঘর রয়েছে । রয়েছে নাগা উপজাতিদের ধামসা-মাদল । মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমা । ''

ABOUT THE AUTHOR

...view details