বহরমপুর, 28 মে : মুর্শিদাবাদ জেলায় নতুন করে আরও 7 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাস । আজ এই 7 জনকে মুর্শিদাবাদ মাতৃ সদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 74-এ পৌঁছেছে ।
মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 7 - মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 7 । জেলায় এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 74 ।
সরকারিভাবে দু'জনের মৃতের খবর নিশ্চিত করা হয়েছে । তবে জেলাবাসীর কাছে সুখবর, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতাল থেকে 16 জন সুস্থ হয়ে উঠেছেন ।
মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে । নবগ্রাম, ডোমকল, সাগরদিঘি এলাকায় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি । আজ বেলডাঙা, জিয়াগঞ্জ, ভগবানগোলা-2, শক্তিপুর ও সাগরদিঘি এলাকার 7 জনের রিপোর্ট COVID পজ়িটিভ আসায় তাঁদের হাসপাতালে ভরতি করা হয় । এই মুহূর্তে কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন 58 জন । আক্রান্তদের এলাকা প্রশাসনের তরফে সিল করে দেওয়া হয়েছে ।