পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফারাক্কা ব্রিজ দুর্ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি অধীরের - investigation

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে দেখা করে ফারাক্কা ব্রিজ দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷

Adhir Ranjan Chowdhury
অধীররঞ্জন চৌধুরি

By

Published : Feb 20, 2020, 10:23 PM IST

বহরমপুর, 20 ফেব্রুয়ারি : ফরাক্কায় নির্মীয়মাণ ব্রিজ ভাঙার ঘটনায় নির্মাণ সংস্থার গাফিলতি রয়েছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চোধুরি । আজ বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে তিনি সড়ক ও পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে দেখা করেন । পাশাপাশি নিহত ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তিনি।

অধীরবাবু বলেন, "এত বড় ব্রিজ ৷ কোন নির্মাণ সংস্থাকে দেওয়া হয়েছে আমরা জানি না ৷ সেই সংস্থা ছাড়পত্র পেল কীভাবে সেটা দেখা দরকার ৷ এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার ৷ আমি তাঁকে জানিয়েছি ৷ তিনি জানিয়েছেন তদন্তকারী দল পাঠানো হয়েছে ৷ পাশাপাশি আমি ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে বলে জানিয়েছিলাম ৷ "

ফারাক্কা ব্রিজ দুর্ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি অধীরের

রবিরাত রাতে ওই নির্মীয়মাণ ব্রিজে পিলারের দুই প্রান্তে দু'টি লঞ্চিং ব়্যাম্প লাগানোর কাজ চলছিল ৷ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ব়্যাম্পের একটি অংশ গার্ডারের উপর পড়ে যায় ৷ ব়্যাম্পের ভারে ভেঙে পড়ে গার্ডার ৷ তারপর ব়্যাম্প ও গার্ডার দু'টি একসঙ্গে ভেঙে পড়ে নিচে ৷ সেই সময় সেখানে আনুমানিক 10 জন কাজ করছিলেন ৷ বাকিরা ছুটে পালিয়ে প্রাণে বাঁচলেও আটকে পড়েন সংস্থার ইঞ্জিনিয়র ও ট্রেনি ইঞ্জিনিয়র সহ আরও চারজন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ইঞ্জিনিয়র ও ট্রেনি ইঞ্জিনিয়র শ্রীনিবাস রাও ও সচিন প্রতাপের ৷ গুরুতর আহত হন আরও দু’জন ৷ তাঁদের প্রথমে মালদার একটি হাসপাতালে ভরতি করা হলেও পরে SSKM হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷ চার জন আহতের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details