পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসল খুনিকে ধরেনি পুলিশ, দাবি বিউটির বাবা-মায়ের

গরীব মানুষকে টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে । CBI তদন্তের দাবি করে এমনটাই জানালেন জিয়াগঞ্জে খুন হওয়া বিউটি পালের মা ৷

বিউটি পালের বাড়ির সামনে

By

Published : Oct 15, 2019, 5:43 PM IST

Updated : Oct 16, 2019, 12:32 AM IST

জিয়াগঞ্জ, 15 অক্টোবর : জিয়াগঞ্জে স্ত্রী-পুত্র সহ শিক্ষক খুনের ঘটনার সাতদিন পর একজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ এই ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে স্বীকার করতে নারাজ মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের শাশুড়ি চন্দনা মণ্ডল ৷ বিউটির মা ৷ বিউটি পালের বাবা সুখেন মণ্ডলও একই দাবি করেছেন ৷

গতকাল রাতে সাগরদিঘি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷ খুনের কথা তিনি স্বীকার করেছেন, একথা পুলিশ জানিয়েছে ৷ আজ সকাল 10টায় এ নিয়ে সাংবাদিক বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার মুকেশ কুমার ৷ তিনি বলেন, ''মুর্শিদাবাদের সাগরদিঘির সাহাপুরের থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম উৎপল বেহরা ৷ আর্থিক লেনদেনের কারণেই ধৃত ওই ব্যক্তি বন্ধুপ্রকাশ ও তাঁর পরিবারকে খুন করেছেন ।''

আজ পুলিশের পক্ষ থেকে খুনের কিনারা হওয়ার কথা ঘোষণা করার পরই সরব হন বিউটি পালের মা চন্দনা ৷ তদন্তের নামে প্রহসন চলছে বলে তিনি অভিযোগ করেন ৷ পুরো ঘটনাটাই সাজানো ৷ ধৃত উৎপল বেহারা আসল খুনিই নয় ৷ আসল খুনি এখনও ধরা পড়েনি, এমনটাই দাবি চন্দনার ৷ পাশাপাশি তিনি এও বলেন, "রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েছি ৷ CBI তদন্ত চাই আমরা ৷"

তিনি বলেন, "সম্পত্তির কারণে মেয়ে এবং জামাইকে মারা হয়েছে । সবাই যুক্ত আছে । শৌভিক বণিককে ছাড়া হবে না । মামলাটাকে সাজিয়ে দেওয়া হল । যাকে ধরেছে সে আসল খুনি না । গরীব মানুষকে টাকা দিয়ে খুনি সাজানো হয়েছে ।"

তিনি বলেন, "তিনজন মানুষ এক ঘরে ছিল না ৷ খুনি যতই শক্তিশালী হোক, একার পক্ষে এই কাজ করা সম্ভব না ৷ ঘটনার তদন্তে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ " ৷ এই নৃশংস খুনের নেপথ্যে অন্য কেউ আছে ৷ নিজেদের ব্যর্থতা ঢাকা দিতেই পুলিশ এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷ প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও যাবেন বলে জানান বিউটির বাবা ৷

পুলিশ সুপার আজ সাংবাদিক বৈঠকে জানান, একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মৃত শিক্ষক বন্ধুপ্রকাশ পাল । তাঁর কাছে বিমা করিয়েছিল উৎপল । দু'দফায় টাকা দিয়েছিল সে ৷ কিন্তু একবারই রসিদ দেন বন্ধুপ্রকাশ । তিনি বলেন, " তদন্ত করতে গিয়ে দেখি এই সিস্টেমের মধ্যে কিছু লোক প্রতারিত হয়েছেন ৷ টাকা পয়সা তাঁরা হয়ত দিয়ে দিয়েছেন ৷ কিন্তু সেগুলো জমা করা হয়নি ৷ তদন্ত করতে গিয়ে অভিযুক্তের নাম উঠে আসে ৷ উৎপলের বাবা মাধব বেহরা চাননি এই ধরনের অর্থলগ্নি সংস্থায় টাকা বিনিয়োগ করতে ৷ কিন্তু উৎপল বাবাকে বুঝিয়ে বিনিয়োগ করে ৷ 11 বছরের জন্য বিমা ৷ প্রতি বছরে বিনিয়োগ হচ্ছে 24,167 টাকা ৷ দু' ধাপে টাকা দিয়েছিল উৎপল ৷ একটার রসিদ পেয়েছিল ৷ একটার পায়নি ৷"

টাকা ফেরত চেয়েছিল উৎপল ৷ রসিদ এবং টাকা কোনও কিছুই না দিয়ে বন্ধুপ্রকাশ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ উৎপলের । সেই রাগেই খুন, জানিয়েছে পুলিশ ৷ এই পর্যন্ত ঠিকঠাকই চলছিল তদন্তের গতিপ্রকৃতি ৷ কিন্তু নতুন করে বিতর্ক উসকে দিলেন বিউটি পালের মা চন্দনা মণ্ডল ৷

দেখুন কী বলছে বিউটি পালের বাবা-মা
Last Updated : Oct 16, 2019, 12:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details