পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ট্রেনের ব্যবস্থা করতে না পারলে আমি MP-র পদ, রাজনীতি ছেড়ে দেব: অধীর - baharampur

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ইশুতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ অধীরের ৷

adhir chowdhury
অধীরে

By

Published : May 12, 2020, 6:51 PM IST

Updated : May 12, 2020, 7:29 PM IST

বহরমপুর , 12 মে : পরিয়ায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ট্রেনের ব্যবস্থা করতে দেরি করার জন্য কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে কী বললেন অধীর ? দেখুন ভিডিয়োয়...

দিল্লি থেকে একটি ভিডিয়ো বার্তা পাঠিয়ে অধীরবাবু বলেন," পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রী টাল বাহানা করছেন। প্রতিদিন 300 টি স্পেশাল ট্রেন চালাতে পারে ভারত সরকার। মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে জেলাভিত্তিক পরিযায়ী শ্রমিকের তালিকা তুলে দিন। আমি ফিরিয়ে দেব তাঁদের।"

এছাড়া তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন,"রোগী থেকে শুরু করে ছাত্র- ছাত্রী এবং শ্রমিকরা ভিন রাজ্যে আটকে পড়ে অসুবিধার মুখে পড়ছেন । হিম্মত থাকলে জেলার তালিকা ঘোষণা করুন। আপনি না পারলে আমি অধীর চৌধুরি দায়িত্ব নিচ্ছি ট্রেনের। হিম্মত থাকলে টালবাহানা না করে তালিকা দিন। জেলায় জেলায় ট্রেন পৌঁছে দেব। ট্রেনের ব্যবস্থা করে দিতে না পারলে আমি MP-র পদ ছেড়ে দেব। ছেড়ে দেব রাজনীতি করাও ।"

Last Updated : May 12, 2020, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details