আসানসোল, 16 মার্চ: এবার সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়ে আইএসএফের সঙ্গে বিবাদ লাগলো কংগ্রেসের। আসানসোল উত্তর কেন্দ্রের আইএসএফ প্রার্থী মহম্মদ মুস্তাকিমকে কংগ্রেসের একাংশ মানছে না বলে জানিয়ে দিয়েছে ৷ জেলা নেতৃত্ব জানিয়েছেন ওই আসনে কংগ্রেসের প্রার্থীই দিতে হবে ৷ যদি তা না হয় তাহলে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে ওই বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
আসানসোল উত্তরে আইএসএফ-কে মানছে না কংগ্রেস, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি
আসানসোল উত্তরের আইএসএফ প্রার্থীর বিরোধিতায় সরব স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ৷ ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দিতে হবে বলে দাবি জানিয়েছে কংগ্রেস নেতা কর্মীরা ৷ তা না হলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে কংগ্রেস লড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস ৷
আরও পড়ুন : মালদা এবং মুর্শিদাবাদেও আসন পাচ্ছেন আব্বাসরা, চূড়ান্ত হল আসন-সমঝোতা
কংগ্রেস, বামফ্রন্ট এবং আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে। সেইমত আসন বন্টনও হয়েছে। আসানসোলের কুলটি এবং বারাবনি বিধানসভা কংগ্রেসকে দেওয়া হয়েছে। আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ এবং জামুড়িয়ায় সিপিএম প্রার্থী দিয়েছে। আসানসোল উত্তর কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ । আর এতেই আপত্তি কংগ্রেসের একাংশের ৷ তাদের দাবি আসানসোল উত্তর কেন্দ্রে কংগ্রেসের ভালো সংগঠন রয়েছে ৷ তাই সেখানে কংগ্রেসের প্রার্থী দেওয়া হোক । বরং আইএসএফ প্রার্থীকে বারাবনি অথবা কুলটির আসন থেকে প্রার্থী করা হোক ৷ কোনওভাবেই আইএসএফ প্রার্থীকে আসানসোল উত্তর কেন্দ্রে মেনে নেবে না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ভিনসেন্ট হুইলার। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি আসানসোল উত্তর বিধানসভায় কংগ্রেস প্রার্থী দিতে না পারে, তবে ওই আসনে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে দাঁড় করানো হবে ৷