পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তেরঙ্গা মাস্ক পরা আইনত অপরাধ - wearing a mask

বাজারে বিক্রি হচ্ছে তেরঙ্গা মাস্ক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এখন এই মাস্কের চাহিদা তুঙ্গে ৷ কিন্তু এই ধরনের মাস্ক পরা আইনত অপরাধ, বলছেন আইনজীবীরা ৷

national flag
জাতীয় পতাকা

By

Published : Aug 14, 2020, 7:30 PM IST

Updated : Aug 14, 2020, 10:54 PM IST

আসানসোল, 14 অগস্ট : কোরোনা পরিস্থিতিতে এবছর স্বাধীনতা দিবস ৷ তাই বাজার ছেয়ে গেছে তেরঙ্গা মাস্ক । কিন্তু এই মাস্ক পরা কি আদৌ আইনসম্মত? কী বলছেন আইনজীবীরা। ETV ভারতকে আসানসোলের আইনজীবী শেখর কুণ্ডু জানালেন, জাতীয় পতাকার আদলে মাস্ক পরলে জাতীয় পতাকাকে কার্যত অপমান করা হয় ৷ আর তা আইনত দণ্ডনীয়, অপরাধ।

আইনজীবী শেখর কুণ্ডু
বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস কোরোনা। আর এই কোরোনা পরিস্থিতিতে এই বছর দেশের স্বাধীনতা দিবস । অন্যবারের চেয়ে বেশ আলাদা। এবার আর পাড়ায় পাড়ায় দেখা যাবে না পতাকা উত্তোলন, জমায়েত ৷ কোরোনা আতঙ্কে বেশিরভাগ মানুষই ঘরবন্দী। কোথাও অনুষ্ঠান করা হলে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। ভিড় বা জমায়েত করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাজারে তাই এবছর বিক্রি নেই পতাকার। তার জায়গায় এসেছে তেরঙ্গা মাস্ক। এই মাস্কের মাঝে রয়েছে অশোক চক্র। আর এই মাস্ক এখন ঢালাও বিকোচ্ছে বাজারে। বিভিন্ন দোকানে থরে থরে টাঙানো রয়েছে এই মাস্ক। দাম 20 টাকা থেকে শুরু। রয়েছে 200 টাকা পর্যন্ত। দোকানিদের বক্তব্য, এই স্বাধীনতা দিবসে তেরঙ্গা অশোক চক্র দেওয়া মাস্কের বিরাট চাহিদা। ক্রেতারাও জানাচ্ছে, তারা এবছর স্বাধীনতা দিবস তেরঙ্গা পরে পালন করবেন।এই মাস্ক পরা কি আইনসম্মত ? প্রশ্ন শুনে আসানসোলের বর্ষীয়ান আইনজীবী শেখর কুণ্ডু জানালেন "একেবারেই নয়। এই মাস্ক পরলে জাতীয় চিহ্ন অশোক চক্র এবং জাতীয় পতাকাকে কার্যত অপমান করা হয় । ভারতীয় দণ্ডবিধির 3 এবং 2 ধারায় জাতীয় পতাকাকে অপমান আইনত দণ্ডনীয় অপরাধ । পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে এই বিক্রয় বন্ধ করা।"

যদিও বাজারে এই মাস্ক প্রচুর সংখ্যায় বিক্রি হচ্ছে। স্বাধীনতা দিবসের দিন মুখে মুখে ঘুরবে এই মাস্ক । যা কার্যত পতাকাকে অপমান করা হবে বলে মত আইনজীবীদের।

Last Updated : Aug 14, 2020, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details