আসানসোল, 23 মে : সারাদেশে মোদি ঝড়, রাজ্যেও গেরুয়া শিবিরের জয়জয়কার । পশ্চিম বর্ধমানের আসানসোল কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জিততে চলেছেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বাবুলের জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন, হারের কারণ পর্যালোচনা করতে হবে ।
জিতেন্দ্র তেওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আসানসোলে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি । আজকে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে । গণতন্ত্রে এই রায়কে আমরা মেনে নিচ্ছি । আসানসোলের মানুষ আসানসোলের উন্নয়নের দায়িত্ব বাবুল সুপ্রিয়র হাতে তুলে দিয়েছেন । আমরা আশা করব যেদিন (বাবুল সুপ্রিয়) শপথ নেবেন তারপর থেকেই এই দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেবেন । আমরা ওনাকে সবরকম সহযোগিতা করব । "