কুলটি, 12 নভেম্বর : কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে । নিখোঁজ রাজু দাস (৩৪) এবং রাজু কুমার দাস (১২) । আজ দুপুরে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে দুর্ঘটনাটি ঘটে । দু'জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিপর্যয় মোকাবিলা দল ।
বরাকরে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে
কার্তিক পূর্ণিমায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা-ভাগ্নে । তল্লাশি চালিয়েও বিকেল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের ।
ঝাড়খণ্ডের ধানবাদের হিরাপুর এলাকার বাসিন্দা রাজু দাস ভাগ্নে রাজু কুমার দাসকে নিয়ে বরাকর নদীতে স্নান করতে যান । হঠাৎ তাদের চিৎকার শুনে সেখানে আসেন আশপাশের কয়েকজন । ওই দু'জনকে তলিয়ে যেতে দেখেন তাঁরা ।
খবর পেয়েই ঘটনাস্থানে যায় কুলটি থানার পুলিশ । তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা । কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও দুজনের খোঁজ পাওয়ায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয় । এদিকে ঝাড়খণ্ডের কুমারডুবি থানার পুলিশও পৃথকভাবে তল্লাশি শুরু করেছে । যদিও এখন তাদের খোঁজ পাওয়া যায়নি ।