আসানসোল, 8 মে : আসানসোলের GT রোড, BNR চত্ত্বর দিয়ে আজকের দিনে হাঁটলে কানে আসত রবীন্দ্র সংগীতের সুর ৷ কারণ আজ যে 25 বৈশাখ ৷ আর আসানসোলের রাহা লেনের রবীন্দ্রভবন , সেটা তো উৎসব মুখর ৷ তবে আজ সেখান কেবল শূন্যতা ৷ কবি প্রণামের আনন্দ থেকে আজ রাজ্যবাসীকে বঞ্চিত করল কোরোনা ৷ আসালসোলও আজ ঘরবন্দী ৷ তবে প্রাণের কবিকে শ্রদ্ধা না জানালে তো চলে না তাই মাস্ক পরে আসানসোল পৌরনিগমের উদ্যোগে রবীন্দ্রভবনে ও BNR-এ রবীন্দ্রনাথের মুর্তি মাল্যদান করলেন মেয়র সহ অনান্য কাউন্সিলররা।
মাস্ক পরেই কবি প্রণাম আসানসোলে - মাস্ক
মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান," সমস্ত নিয়ম মেনেই কবিগুরুকে আমরা শ্রদ্ধা জানালাম।"রবীন্দ্রনাথ তো একদিনের নয়, এই খারাপ সময় কেটে গেলে আমরা বড়সড় অনুষ্ঠান করব কবিগুরুকে স্মরণ করে।"
রবীন্দ্রনাথকে মালা দিচ্ছেন সবাই মাস্ক পরে এবং সামাজিক দূরত্বকে বজায় রেখে ,এমন চিত্র কখনও দেখতে হবে ভাবতে পারেনি আসানসোলের মানুষ। লকডাউনের কারণে সমস্ত উৎসব বাতিল। তবুও, প্রাণের কবিকে শ্রদ্ধা জানাতে হাজির আসানসোলের মেয়র, কাউন্সিলররা । রবীন্দ্র ভবনে ও BNR-এ রবীন্দ্র মুর্তিতে মাল্যদান করেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, মেয়র পারিষদ পুর্নশশী রায়, অভিজিত ঘটক সহ বেশ কয়েকজন কাউন্সিলর ও পৌরকর্মীরা।
বিষয়টি নিয়ে মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান," সমস্ত নিয়ম মেনেই কবিগুরুকে আমরা শ্রদ্ধা জানালাম। আজ কোনও উৎসব হচ্ছে না, মন ভারাক্রান্ত যেমন,তেমনি সবাই আজ নিজের মতো করে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছেন। " তিনি আশা দিয়ে এও জানান , "রবীন্দ্রনাথ তো একদিনের নয়, এই খারাপ সময় কেটে গেলে আমরা বড়সড় অনুষ্ঠান করব কবিগুরুকে স্মরণ করে।"