দুর্গাপুর, 4 নভেম্বর: মিনিবাসের ধাক্কায় গতকাল মৃত্যু হয়েছিল এক যুবকের ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের ঘটনা ৷ মৃতের নাম সঞ্জয় গুপ্ত ৷ ঘটনার পর আজ 22টি মিনি বাসে ভাঙচুর চালায় কয়েকজন ৷ মিনিবাস মালিক সংগঠনের অভিযোগ, একদল দুষ্কৃতী ওই বাসগুলিতে ভাঙচুর করেছে ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিনিবাস কর্মীদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুরে সকাল থেকে বন্ধ মিনিবাস ৷ নাকাল যাত্রীরা ৷
বাসের ধাক্কায় যুবকের মৃ্ত্যু, বিক্ষোভে বন্ধ পরিষেবা
দুর্গাপুরের বেনাচিতি বাজারে মিনিবাসে ভাঙচুরের জের ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তার ও মিনিবাস কর্মীদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুরে সকাল থেকে বন্ধ মিনিবাস ৷ নাকাল যাত্রীরা ৷
আজ দুর্গাপুরের বেনাচিতি বাজার ছাড়াও বিভিন্ন রুটে মিনিবাস পরিষেবা বিক্ষিপ্তভাবে চলাচল করছে ৷ দুর্গাপুরের বিভিন্ন রুটের প্রায় 350টি মিনিবাস চলাচল বন্ধ রয়েছে ৷ ফলে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তিতে সাধারণ মানুষ ৷
মিনিবাস কর্মীরা জানিয়েছে নিরাপত্তার কারণেই তাঁরা বাস চালানো বন্ধ রেখেছেন ৷ পুলিশের পক্ষ থেকে যাতে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় তার জন্য আবেদন জানিয়েছেন ৷ মিনিবাস মালিক সংগঠনের সভাপতি কাজল দে বলেন, "কর্মীরা আতঙ্কিত ৷ তাঁরা বাস চালাতে চাইছেন না ৷" আজ মিনিবাস মালিক ও কর্মচারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক গুপ্তা ৷