পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 17, 2020, 9:20 PM IST

ETV Bharat / city

সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় তৃণমূল বিধায়কদের মধ্যে প্রথমে লক্ষ্মীরতন, রিপোর্ট পিকে টিমের

প্রকাশ হল তৃণমূলের বিধায়কদের সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার পরিসংখ্যান রিপোর্ট৷ প্রশান্ত কিশোর এবং তাঁর ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি তৃণমূলের উপদেষ্টা হওয়ার পরেই সোশাল মিডিয়ায় জন সংযোগ বাড়াতে বিধায়কদের বলা হয়েছিল৷ প্রকাশ হল তারই পরিসংখ্যান রিপোর্ট৷

laxmi-ratan-shukla
লক্ষ্মীরতন শুক্লা

আসানসোল, 17 ফেব্রুয়ারি : প্রকাশ হল তৃণমূলের বিধায়কদের সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার পরিসংখ্যান রিপোর্ট৷ প্রশান্ত কিশোর এবং তাঁর ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি তৃণমূলের উপদেষ্টা হওয়ার পরেই সোশাল মিডিয়ায় জন সংযোগ বাড়াতে বিধায়কদের বলা হয়েছিল৷ পিকের টিম এবার তারই পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করল ৷

সোশাল মিডিয়ায় জন সংযোগ বাড়াতে বিধায়কদের বলা হয়েছিল৷ সেই মতো বিধায়কদের পেজ তৈরি করতে বলা হয় ফেসবুকে। আর এই পেজ লাইকের নিরিখে প্রকাশ করা হয়েছে রিপোর্ট৷ রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছেন হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা৷ ফেসবুকে তাঁর পেজ লাইকের সংখ্যা ৩৬৭১২৷ দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তৃতীয় স্থানে শোভনদেব চট্টোপাধ্যায়, চতুর্থ স্থানে রবীন্দ্রনাথ ঘোষ৷

রাজ্যের আর এক গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক ৩৫ নম্বরে রয়েছেন। ফেসবুকে তাঁর পেজ লাইক মাত্র ১৯১০৷ বরং আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের পেজে লাইক রয়েছে ৭১৫৯৷ ১২ তম স্থান অর্জন করেছেন তিনি৷ তালিকায় শোচনীয়তম স্থানে আসানসোলের বারাবনী ও কুলটির বিধায়ক বিধান উপাধ্যায় এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়। ১২০২ টি পেজ লাইক নিয়ে বিধান উপাধ্যায় রয়েছেন ৪৫ নম্বর স্থানে। উজ্জ্বল চ্যাটার্জি রয়েছেন ১০৬ নম্বর স্থানে। তাঁর পেজ লাইক মাত্র ৮৮ টি৷

ABOUT THE AUTHOR

...view details