আসানসোল, 2 জুন :মাস্ক না পরলে অটোতে ওঠা যাবে না । এই বার্তা দিতে আসানসোলে প্রতিটি অটো ও টোটোতে "নো মাস্ক নো সিট" পোস্টার লাগানো হল । আসানসোলের মোটর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয় । প্রায় 300 অটোতে এই পোস্টার লাগানো হয়।
1 জুন থেকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । বাস, অটো, টোটো চলাচল শুরু হয়েছে । সেভাবে বেসরকারি বাস এখনও পর্যন্ত চালু না হলেও আসানসোলে অটো, টোটো চলছে । নির্দিষ্ট নিয়ম-নীতি মেনেই সেগুলি চলছে । অর্থাৎ কোনওভাবেই একটি অটো বা টোটোতে দুজনের বেশি যাত্রী নেওয়া যাচ্ছে না । অন্যদিকে মানুষকে সচেতন করতে এবং অটো-টোটো তে মাস্ক ছাড়া যাত্রীদের না তুলতে আজ থেকে প্রতিটি অটোতে পোস্টার লাগানো শুরু করল আসানসোলের মোটর ওয়ার্কার্স ইউনিয়ন । আজ আসানসোলের BNR মোড়ে প্রত্যেকটি অটো এবং টোটোতে এই পোস্টার লাগানো হয়।
"নো মাস্ক, নো সিট", পোস্টার অটো ও টোটোতে - কোরোনা
অটো-টোটোতে মাস্ক পরে উঠতে হবে । এজন্য আসানসোলের মোটর ওয়ার্কার্স ইউনিয়ন সেখানকার প্রত্যেকটি অটো ও টোটোতে "নো মাস্ক নো সিট" পোস্টার লাগিয়েছে।
সংগঠনের সভাপতি রাজু আলুওয়ালিয়া নিজে দাঁড়িয়ে এই পোস্টার লাগান। অন্ততপক্ষে 300 অটো এবং অসংখ্য টোটোতে "নো মাস্ক, নো সিট" পোস্টার লাগানো হয়। রাজু আলুওয়ালিয়া বলেন, "সারাদিন অটো-টোটো চালিয়ে খুব কম টাকা আয় হচ্ছে চালকদের । কিন্তু তা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় পরিষেবা দিয়ে যাচ্ছে। অটো ও টোটো চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই পোস্টার লাগানো হচ্ছে।"
যদিও কয়েকটি অটো, টোটোতে অনেককেই মাস্ক না পরেই যাতায়াত করতে দেখা গেল । ক্যামেরা দেখেই তাঁদের অনেকে পকেট থেকে বের করে মাস্ক পরেন। রাজু আলুওয়ালিয়া বলেন "বিষয়টিতে নজর রাখা হবে । যাত্রীদেরও বোঝানো হচ্ছে । আগামী দিনে প্রত্যেকটি মোড়ে মোড়ে এই সচেতনতা বৃদ্ধির কাজ এবং পোস্টার লাগানো চলবে।"