পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ ৷ গতকাল মৃত্যু হয় আসানসোলের পৌরনিগম এলাকার বাসিন্দা রাজেন্দ্র সিং ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷

dengue-sufferer-die
ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

By

Published : Dec 9, 2019, 11:49 PM IST

আসানসোল, 9 ডিসেম্বর: আসানসোলে ডেঙ্গিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু । মৃতের নাম রাজেন্দ্র সিং(54) । তাঁর বাড়ি আসানসোল পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরানো স্টেশন এলাকায় । গতকাল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রাজেন্দ্র সিংয়ের মৃত্যু হয় । তাঁর পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে ।

পরিবার সূত্রে জানা যায়, 26 নভেম্বর প্রথম জ্বর আসে রাজেন্দ্র সিংয়ের । জ্বর না ছাড়ায় তাঁকে ESI হাসপাতালে প্রথমে ভরতি করা হয়েছিল । এরপর আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । কিন্তু রোগীর অবস্থার অবনতি হওয়ায় 2 ডিসেম্বর রোগীকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন । গতকাল রাতে মারা যান রাজেন্দ্র সিং ।

ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

রাজেন্দ্র সিংয়ের ছেলে দীনেশ সিং বলেন, "দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা করা হয়েছিল বাবাকে । ডেঙ্গি হওয়া সত্ত্বেও নিউমোনিয়ার চিকিৎসা চলছিল । এমন কী ডেঙ্গির পরীক্ষা করতেও দেরি করে ।" অন্যদিকে এই ঘটনার পর এলাকাবাসীদের মনে ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে । আসানসোল পৌরনিগম সূত্রে জানা গেছে, সোমবার থেকে ওই এলাকায় অতিরিক্ত সাফাইকাজ ও স্বাস্থ্যটিম পাঠানো হয়েছে । চলছে সাফাইকাজ ৷

ABOUT THE AUTHOR

...view details