পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সেতু থেকে নিচে রেললাইনের পাশে পড়ল লরি, মৃত ৩ - lorry

ছাগলের চামড়া বোঝাই একটি লরি বিহারের মুজফ্ফরপুর থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের দিকে যাচ্ছিল। সেইসময় দু'নম্বর জাতীয় সড়কে সালানপুর থানার মেলেকোলা ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃতদের

By

Published : Mar 30, 2019, 11:56 AM IST

Updated : Mar 30, 2019, 12:09 PM IST

সালানপুর (আসানসোল), 30 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ল লরি। দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন লরিচালক, খালাসি ও ট্রান্সপোর্ট কম্পানির মুন্সি। মৃতদেহগুলি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রাতে ছাগলের চামড়া বোঝাই একটি লরি বিহারের মুজফ্ফরপুর থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের দিকে যাচ্ছিল। সেইসময় দু'নম্বর জাতীয় সড়কে সালানপুর থানার মেলেকোলা ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সেতুর তলা দিয়ে গেছে হাওড়া-নয়াদিল্লি মেইন আপ লাইন। লরিটি রেলের গার্ডওয়াল ভেঙে একেবারে রেললাইনের কাছে চলে আসে। এই দুর্ঘটনায় হাওড়া-নয়াদিল্লি মেইন আপ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। রাতে লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ ভোরে ওই দুর্ঘটনাগ্রস্থ লরি থেকে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Last Updated : Mar 30, 2019, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details