আসানসোল, 3 মে : আসানসোল পৌরনিগম নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূলের বোর্ড গঠনের দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদদের বাছাই করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন হয়নি সেখানে ৷ বারবার চিঠি দিয়ে বোর্ড গঠনের কথা বলা হলেও, তাতে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি ৷ তাই এবার 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে মেয়রকে আইনি নোটিস পাঠালেন তিনি (Legal Notice to Asansol Mayor for Not Selecting MIC After Two Months of Oath Taking) ৷
চৈতালী তিওয়ারি প্রথমে আসানসোলের মেয়রকে (Legal Notice to Asansol Mayor) চিঠি দেন এ নিয়ে ৷ তার পর রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি ৷ আর সবশেষে রাজ্যপালকে চিঠি দেন পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠনের দাবি জানিয়ে ৷ কিন্তু, কোনও দিক থেকেই তিনি সাড়া পাননি বলে অভিযোগ করেছেন ৷ আর তাই মেয়র বিধান উপাধ্যায়কে সরাসরি আইনি নোটিস পাঠালেন চৈতালি তেওয়ারি ৷
গত 25 ফেব্রুয়ারি আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন বিধান উপাধ্যায় ৷ তাঁর শপথ নেওয়ার পর দু’মাস কেটে গিয়েছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত মেয়র পারিষদ নির্বাচন করে পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন করা হয়নি আসানসোল পৌরনিগমে ৷ আর তা নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিবকে চিঠি লিখেছিলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি ৷ কিন্তু, সরকারের তরফে কোনও সাড়া না মেলায় তিনি রাজ্যপালকেও চিঠি লেখেন ৷ কিন্তু, কোনও সদুত্তর পাননি তিনি ৷