পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জনতা কারফিউ ; হল না বিয়ের রিসেপশন

সকালে প্রথাগত নিয়ম মেনে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ৷ এরপর দুপুরে লাঞ্চ পার্টি এবং রাতে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু জনতা কারফিউয়ের জেরে বাতিল রিসেপশন ৷

আসানসোল
আসানসোল

By

Published : Mar 22, 2020, 3:11 PM IST

Updated : Mar 22, 2020, 3:41 PM IST

আসানসোল, 22 মার্চ : আজ ছিল বিয়ের রিসেপশন পার্টি ৷ কিন্তু, জনতা কারফিউ ঘোষিত হওয়ায় সেই পার্টি বাতিল করল আসানসোলের একটি পরিবার । আসানসোলের রামবন্ধু তালাউ এলাকায় একটি গুরুদোয়ারার কমিউনিটি হলে ওই রিসেপশনের আয়োজন করা হয়েছিল । আয়োজন সম্পূর্ণ হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর "জনতা কারফিউ"-এর আবেদনে তা বাতিল করা হয় ।

কন্যা আসানসোলের বাসিন্দা। পেশায় চিকিৎসক। তাঁর সঙ্গে তামিলনাড়ুর এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল । পাত্রপাত্রী দু'জনেই কর্মসূত্রে বিদেশে থাকেন । আজ সকালে প্রথাগত নিয়ম মেনে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ৷ এরপর দুপুরে লাঞ্চ পার্টি এবং রাতে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল আসানসোলের রামবন্ধু তালাউ এলাকার কমিউনিটি হলে ৷ প্রায় 500 অতিথি নিমন্ত্রিত ছিলেন । বিয়ে হলেও রিসেপশন পার্টি বাতিল করে দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে ।

কারফিউয়ের জেরে বাতিল রিসেপশন

আগামীদিনে পরিস্থিতি স্বাভাবিক হলে রিসেপশন পার্টির কথা ফের বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ওই পরিবারের এক আত্মীয় । ওই পরিবারের সদস্য পি বি সুব্রমনিয়াম জানান, "প্রধানমন্ত্রী যে আবেদন করেছেন তা মেনে আমরা রিসেপশন পার্টি বাতিল করেছি ।"

Last Updated : Mar 22, 2020, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details