পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের নার্সিংহোমে - চিকিৎসায় গাফিলতি

সেনরেল রোডে অবস্থিত একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাতভর চলে বিক্ষোভ ৷

infant death  at Asansol
শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

By

Published : Feb 6, 2020, 9:18 PM IST

আসানসোল, 6 ফেব্রুয়ারি : শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ৷ সেনরেল রোডে অবস্থিত একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রাতভর বিক্ষোভ দেখায় শিশুর পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

হীরাপুরের ধ্রুবডাঙার ওয়াগন কলোনির বাসিন্দা সুকুনকুমার মিশ্র তাঁর দু'বছরের শিশুপুত্র সুশান্তকে ওই নার্সিংহোমে ভরতি করেছিলেন ৷ তার কাশি হচ্ছিল ৷ সঙ্গে সর্দি ছিল ৷ পরিবারের এক সদস্য খুশবু মিশ্রের বক্তব্য, গতকাল সকালেও শিশুটি সুস্থ ছিল । তার নিমোনিয়া হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ তবে হাসপাতালের তরফে বলা হয়েছিল ভয়ের কোনও কারণ নেই । কিন্তু বেলার দিকে হঠাৎ জানানো হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক । এরপর তাকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয় । খানিকক্ষণ পরে জানানো হয় সে মারা গেছে ৷

খবর পেয়ে রোগীর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নার্সিংহোমে পৌঁছায় ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় ৷ এরই মধ্যে নার্সিংহোমের তরফে প্রায় 40 হাজার টাকার বিল পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় ৷ তাতে আরও ক্ষুব্ধ হয় রোগীর পরিবারের সদস্যরা ৷ তারা মেডিকেল রিপোর্টের কাগজ চায় ৷ কিন্তু অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে চায়নি ৷ শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছিল ৷ এরপরই নার্সিংহোম কর্মীদের সঙ্গে তাদের বচসা বাধে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা মিলন মণ্ডল । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিশুটির ময়নাতদন্তের দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে ৷ আজ ময়নাতদন্ত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details