আসানসোল, 27 জুলাই : উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবিতে অবরোধ করল ছাত্রীরা ৷ এদিন বারাবনির দোমোহানিতে অবরোধ করে কেলেজোড়া হাইস্কুলের ছাত্রীরা ৷ অভিযোগ, কেলোজোড়া স্কুলের বেশিরভাগ ছাত্রীই ফেল করেছে ৷ তাই পাশ করানোর দাবিতে তারা অবরোধ করে ৷ পরে বিডিও এবং পুলিশের আশ্বাসে অবরোধ তোলে ছাত্রীরা ৷
কেলেজোড়া হাইস্কুলের অধিকাংশ ছাত্রীই উচ্চমাধ্যমিকে ফেল করেছে । এতে স্কুলকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে পথ অবরোধ করে ছাত্রীরা । তারা এদিন আসানসোল-দোমোহানি মূল রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ ৷ খবর পেয়ে এলাকায় পৌঁছন বারাবনির বিডিও সুরজিৎ ঘোষ এবং বারাবনি থানার পুলিশ । বিডিও এবং পুলিশ ছাত্রীদের আশ্বাস দিয়েছেন আগামী 30 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে একটি সদর্থক সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বিডিও এবং পুলিশের আশ্বাসে অবরোধ তোলে ছাত্রীরা ৷