রানিগঞ্জ, 30 জুন: শশা চুরির ঘটনায় মারধরের জেরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল । মৃতের নাম সোনু সিং (18) । রানিগঞ্জের লায়েকবাঁধ পাড়া এলাকার ঘটনা । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ।
শশা চুরির অভিযোগে মারধর, মৃত কিশোর - raniganj
শশা চুরির ঘটনায় মারধরের জেরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল । মৃতের নাম সোনু সিং (18) ।
মৃতের ভাই গোনু অভিযোগ করে, দিন কয়েক আগে তার দাদাকে শশা চুরির মিথ্যে অভিযোগে সুখেন চৌহান ও তার স্ত্রী লাঠি দিয়ে বেধড়ক পেটায় । রক্তাক্ত অবস্থায় সোনুকে রানিগঞ্জর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পর সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য সোনুকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে সে মারা যায় ।
কিশোরের মৃত্যুর পর এলাকাবাসী অভিযুক্ত সুখেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান । অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা । স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের দোকান চালায় সুখেন চৌহান । সেই দোকানের সামনে প্রায় দিনই মারামারি হয় । কয়েকদিন আগেই পাড়ার এক যুবককে বেধড়ক মারধর করে সুখেন । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ।