পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saigal Hossain: সায়গলকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন গৃহীত হল না সিবিআই আদালতে - ED plea

সায়গল হোসেনকে (Saigal Hossain) হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আসানসোলের সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি ৷ তবে সেই আবেদন (ED plea) গ্রহণ করেননি বিচারক ৷

cbi-court-says-no-to-ed-plea-to-take-saigal-hossain-into-custody
সায়গলকে হেফাজতে নেওয়ার আবেদন গৃহীত হল না সিবিআই আদালতে

By

Published : Sep 20, 2022, 8:13 PM IST

আসানসোল, 20 সেপ্টেম্বর: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি (ED plea)। ইতিমধ্যেই দিল্লি আদালতে আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেখান থেকে আবেদন খারিজ হয়ে যায় । এ বার আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইডির গোয়েন্দারা । মঙ্গলবার ইডির দুই আইনজীবী দেখা করেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের (CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীর সঙ্গে । কিন্তু আদালত ইডির আবেদন গ্রহণই করেনি বলে খবর মিলেছে সূত্রের তরফে ৷

গরু পাচার মামলায় বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন সায়গল হোসেন । মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে । কিন্তু ইডিও সায়গলকে জেরা করতে চায় । সিবিআই বারবার আদালতে দাবি করেছে যে, সায়গলের প্রভূত সম্পত্তির হদিশ মিলেছে ৷ সেই সূত্রেই সায়গলকে জেরা করতে চায় ইডি ।

আরও পড়ুন:গরুপাচার কাণ্ডে সায়গল হোসেনের মা ও স্ত্রীকে দিল্লিতে তলব ইডির

উল্লেখ্য, সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির আদালতে আবেদন করেছিল ইডি । সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল । আইনমতে ওই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আরও উচ্চতর আদালতে যেতে হবে ইডিকে । আদালতের রায় ইডির পক্ষে গেলে তারপর পদ্ধতি মেনে ইডির নিজস্ব আদালত অর্থাৎ ব্যাংকশাল কোর্টে যেতে হবে । কিন্তু তা না করে আসানসোল সিবিআই আদালতের দ্বারস্থ হন ইডির দুই আইনজীবী । তাঁরা বিচারকের কক্ষে গিয়ে বিচারকের কাছে আবেদন জানান । সূত্র থেকে জানা গিয়েছে, বিচারক তাঁদের পদ্ধতি মেনে আবেদন করতে বলেছেন । কার্যত আবেদন গ্রহণ না করে ফিরিয়েই দেন বিচারক । বাইরে বেরিয়ে দুই আইনজীবীর কেউ মুখ খোলেননি । তাঁরা চুপচাপ আদালত থেকে বেরিয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details