আসানসোল,12 মে: এবার আসানসোলের রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন মদের দোকান বন্ধ করে দিল BJP-র মহিলা মোর্চা । এর আগে বার্নপুর স্টেশন রোডে মদের দোকান বন্ধ করেছিলেন BJP-র কর্মী-সমর্থকরা।
রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী এখন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মদের দোকান খোলা থাকছে । আর এতেই আপত্তি BJP-র । তাদের বক্তব্য, লকডাউনের সময় দিনমজুরদের কাজ নেই । মদের দোকান খুলে যাওয়ায় হাতে কম টাকা থাকা সত্ত্বেও মদ কিনছে তারা । এর ফলে সংসারে অশান্তি হচ্ছে । ঘরের জিনিসপত্র বিক্রি করেও মদ কিনছে অনেকে । এরকম চলতে থাকলে আগামী দিনে ওই পরিবারগুলি বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ।
স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, "লকডাউনের সময় মদের দোকান বন্ধ রাখার জন্য আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি । না হলে বহু পরিবার শেষ হয়ে যাবে।"
আসানসোলে মদের দোকান বন্ধ করল BJP-র মহিলা মোর্চা - BJP-র মহিলা মোর্চা
এর আগে আসানসোল স্টেশন রোডে বিক্ষোভ দেখিয়ে মদের দোকান বন্ধ করেছিল BJP। এবার রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন এলাকায় মদের দোকান বন্ধ করে দিল মহিলা মোর্চা ।
মদের দোকান
এর আগে আসানসোল স্টেশন রোডে বিক্ষোভ দেখিয়ে মদের দোকান বন্ধ করেছিল BJP। এবার রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন এলাকায় মদের দোকান বন্ধ করে দিল মহিলা মোর্চা ।