পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে মদের দোকান বন্ধ করল BJP-র মহিলা মোর্চা - BJP-র মহিলা মোর্চা

এর আগে আসানসোল স্টেশন রোডে বিক্ষোভ দেখিয়ে মদের দোকান বন্ধ করেছিল BJP। এবার রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন এলাকায় মদের দোকান বন্ধ করে দিল মহিলা মোর্চা ।

liquor shop
মদের দোকান

By

Published : May 12, 2020, 9:42 PM IST

আসানসোল,12 মে: এবার আসানসোলের রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন মদের দোকান বন্ধ করে দিল BJP-র মহিলা মোর্চা । এর আগে বার্নপুর স্টেশন রোডে মদের দোকান বন্ধ করেছিলেন BJP-র কর্মী-সমর্থকরা।


রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী এখন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মদের দোকান খোলা থাকছে । আর এতেই আপত্তি BJP-র । তাদের বক্তব্য, লকডাউনের সময় দিনমজুরদের কাজ নেই । মদের দোকান খুলে যাওয়ায় হাতে কম টাকা থাকা সত্ত্বেও মদ কিনছে তারা । এর ফলে সংসারে অশান্তি হচ্ছে । ঘরের জিনিসপত্র বিক্রি করেও মদ কিনছে অনেকে । এরকম চলতে থাকলে আগামী দিনে ওই পরিবারগুলি বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ।

স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, "লকডাউনের সময় মদের দোকান বন্ধ রাখার জন্য আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি । না হলে বহু পরিবার শেষ হয়ে যাবে।"

এর আগে আসানসোল স্টেশন রোডে বিক্ষোভ দেখিয়ে মদের দোকান বন্ধ করেছিল BJP। এবার রাধানগর রোডে চিত্রা সিনেমা সংলগ্ন এলাকায় মদের দোকান বন্ধ করে দিল মহিলা মোর্চা ।

ABOUT THE AUTHOR

...view details