পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাঠ্যবই পড়েই সাফল্য, বলছেন জয়েন্টে সপ্তম বিনীত - examination

বিনীত রাজ্য জয়েন্টে সপ্তম হয়েছেন । ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান ।

বিনীত রাজ

By

Published : Jun 20, 2019, 9:37 PM IST

Updated : Jun 20, 2019, 10:16 PM IST

চিত্তরঞ্জন (পশ্চিম বর্ধমান), 20 জুন : রাজ্য জয়েন্টে সপ্তম স্থান অধিকার করেছেন রেলশহর চিত্তরঞ্জনের ছাত্র বিনীত রাজ । বার্নপুর রিভারসাইড স্কুলের রূপনারায়ণপুর শাখার ছাত্র ছিলেন বিনীত । যদিও সুখবরটি যখন আসে তখন বিনীত বিহারে । অসুস্থ ঠাকুমাকে দেখতেই বিহারে গেছেন তিনি । বিনীত ফোনে জানান, কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চান ।


বিনীতের মা সুষমা দেবী চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। বাবা বাড়িতে থাকেন। মা প্রেরণা হলেও, বেশিরভাগ সময় বাবার সহযোগিতাই পেয়েছেন বিনীত । 94.41 শতাংশ নম্বর পেয়েছেন CBSE-র ক্লাস টুয়েলভ পরীক্ষায় ।

চিত্তরঞ্জন এলাকা থেকে নজির গড়েছেন বিনীত । সব বিভাগেই গৃহশিক্ষক ছিল । তবুও তাঁর কথায়, পাঠ্যপুস্তকের পড়া বেশি করে পড়েছেন । সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে । তবে খুব বেশি অ্যাকটিভ থাকতেন না । বরং পড়াশোনার ফাঁকে ফুটবল খেলা ও গিটার বাজাতে ভালোবাসেন । আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে গবেষণা করতে চান বিনীত ।

Last Updated : Jun 20, 2019, 10:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details