পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টানা বৃষ্টিতে উপচে পড়ল গাঁড়ুই নদীর জল, ভাসছে আসানসোল

টানা বৃষ্টিতে (Rain in Bengal) ছাপিয়ে গেল গাঁড়ুই নদীর জল ৷ প্লাবিত হয়ে পড়েছে আসানসোলের (Asansol Waterlogged) রেলপার এলাকা ৷ বহু বাড়িতে জল ঢুকে পড়ায় প্রবল সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

asansol railpar area waterlogged after continuous rain
টানা বৃষ্টিতে গাঁড়ুই নদীর জলে প্লাবিত আসানসোলের রেলপার এলাকা

By

Published : Jun 18, 2021, 3:43 PM IST

আসানসোল, 18 জুন : গতকাল বিকেলের পর থেকেই বিপদের আঁচ করা হচ্ছিল । সেই আশঙ্কা সত্যি হল ৷ টানা বৃষ্টিতে (Rain in Bengal) মাঝরাত থেকে আসানসোলের গাঁড়ুই নদীর জল উপচে পড়ায় প্লাবিত হল উত্তর আসানসোলের রেলপার এলাকা (Asansol Waterlogged) । ঘরে জল ঢুকেছে বহু বাড়ির ৷

প্রায় 6টি ওয়ার্ড এই প্লাবনের কারণে প্রভাবিত হয়েছে । কমপক্ষে 200টি বাড়িতে জল ঢুকেছে । কোমর জলে ভাসছে আসবাব, জিনিস ৷ দুর্গত পরিবারগুলিকে স্কুল, কমিউনিটি সেন্টার, ধর্মীয় স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূলত গাঁড়ুই নদীর পাশে 6 নং ওয়ার্ড ধরে যে জনপদ আছে, সেখানে প্রত্যেকেরই বাড়ি ভেসে গিয়েছে । অসহায় অনেক বাসিন্দা সারারাত বৃষ্টির মধ্যেও ছাদের উপর থাকতে বাধ্য হয়েছেন ।

আরও পড়ুন:দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

গাঁড়ুই নদী প্রতি বছরই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে আসানসোলবাসীর কাছে । বিশেষ করে রেলপারের মানুষ বর্ষা এলেই বিপদের প্রমাদ গুনতে শুরু করেন । কিন্তু কেন এই অবস্থা ? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাঁড়ুই নদীতে ক্রমাগত আবর্জনা ফেলার ফলে নদীর নাব্যতা আগের থেকে অনেকটা কমে গিয়েছে । অন্যদিকে, নদীর দু'পাশে বেআইনি নির্মাণ নদীর গতিপথকে ক্রমশ ছোট করে দিয়েছে । জল ধারণের ক্ষমতা কমে যাওয়ার কারণে অল্প বৃষ্টিতেই নদীর জল ছাপিয়ে প্লাবিত হয়ে পড়ছে গোটা এলাকা ।

আরও পড়ুন:জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

প্রাক্তন কাউন্সিলর দীপক সাউয়ের দাবি, জিতেন্দ্র তেওয়ারি মেয়র থাকাকালীন এই নদীর সংস্কারের জন্য কমিটি গঠন করেছিলেন । বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সেই কমিটির প্রধান ছিলেন । তবে নদীর সংস্কারের কাজ ঠিকমতো হয়নি ।

আরও পড়ুন :জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ সরকারি আবাসনে থাকছেন করোনা যোদ্ধারা

বর্তমানে শুধুমাত্র জেসিপি মেশিন লাগিয়ে নদীর মাটি খুঁড়ে তা নদীর পাশেই রাখা হচ্ছে । এতে লাভের লাভ কিছু হয়নি । আবারও বর্ষার শুরুতেই প্লাবিত হল গোটা এলাকা ৷ মাত্র দুদিনের বৃষ্টিতে ঘরে ঘরে জল ঢুকেছে ৷ এখনও গোটা বর্ষা পড়ে আছে ৷ কাজেই চিন্তা পিছু ছাড়ছে না আসানসোলবাসীর ৷ অবিলম্বে প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয়, সেই আর্জি জানিয়েছেন বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details