পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রায় দ্বিগুণ টোল ট্যাক্স, আসানসোল-বর্ধমান রুটের বাস চলাচল অনিশ্চিত - আসানসোল

বাসকোঁপাতে একদিকে যাওয়ার জন্য টোল ট্যাক্স লাগত 130 টাকা । বর্তমানে তা 245 টাকা করা হয়েছে বলে অভিযোগ বাস চালকদের ।

Assansol to burdwan bus service
আসানসোল-বর্ধমান বাস পরিষেবা

By

Published : Jun 9, 2020, 7:50 PM IST

আসানসোল, 9 জুন : আসানসোল থেকে বর্ধমান রুটে বেসরকারি বাস চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে । কারণ বাসকোঁপা টোল ট্যাক্সে প্রায় দ্বিগুণ টাকা বাড়ানো হয়েছে বলে দাবি বাসচালকদের । একদিকে বাসে প্যাসেঞ্জার হচ্ছে না । তার উপর দ্বিগুণ টোলট্যাক্স দিতে গিয়ে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা । এরকম চলতে থাকলে বর্ধমান রুটের বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাসকর্মীরা ।

সোমবার থেকে আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে । যাত্রী সংখ্যা প্রথম দিনে কম ছিল । তাও বাস মালিকরা জানিয়েছিলেন, পরীক্ষামূলকভাবে ক্ষতি নিয়ে বাস চালাবেন তাঁরা । পাশপাশি সরকারকে বাস মালিকদের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলেন । কিন্তু আজ আসানসোল বর্ধমান রুটের বাসচালকরা অন্য অসুবিধার কথা জানালেন । তাঁঁদের দাবি, বাসকোঁপাতে যে টোল ট্যাক্স কেন্দ্র আছে সেখানে আগের চেয়ে দ্বিগুণ টোল ট্যাক্স চাওয়া হচ্ছে ।

আসানসোল-বর্ধমান রুটের এক বাসচালক জানান, আগে বাসকোঁপাতে টোল ট্যাক্স লাগত 130 টাকা একদিকে যাওয়ার জন্য । এখন সেটা 245 টাকা দিতে হচ্ছে । ফলে এত টাকা টোল ট্যাক্স দিয়ে মালিকদের হাতে কিছু থাকছে না । উপরন্তু যাত্রী নেই । সেকারণে আগামী দিনে বর্ধমান রুটে বাস চলাচল করবে কিনা তা অনিশ্চিত ।

বাস চালকদের দাবি, টোল ট্যাক্স নেওয়ার জন্য উপরমহল থেকে নির্দেশ এসেছে । টোল ট্যাক্স কর্মীরা তাঁঁদের সেরকম জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details