30 অক্টোবর: পাকা বাড়ি, বাঁধানো পুকুরঘাট, গ্রামের মাঝে মন্দির । একদা সবকিছুই ছিল । ছিল ব্যস্ত জনপদ । কিন্তু 2005 সালে হঠাৎই গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে উধাও হয় । গুজব ছড়ায়, ভূতের ভয় গ্রাম ছেড়েছে বেনাগ্রামের মানুষ । যদিও গ্রামবাসীরা তা মানতে চাননি । তাদের দাবি, ছিল অনুন্নয়নের কারণেই তারা গ্রামছাড়া হয়েছিলেন । তবে, আজও বছরে একদিন ফিরে আসেন গ্রামে । কোজাগরী লক্ষ্মীপুজোর দিন । পুজো শেষ হলেই গ্রাম ছেড়ে চলে যান বাসিন্দারা ।
কুলটি থানার নিয়ামতপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে বেনাগ্রাম । নিয়ামতপুর নিউ রোড থেকে চিত্তরঞ্জন যাওয়ার রাস্তার পাশে পড়ে । শহরের কাছে, তবু উন্নয়নের আলো নেই ! 2005 সালে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যান । গ্রামবাসীদের দাবি, এলাকায় ছিল না রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ । তাছাড়া গ্রামের পাশ দিয়েই গেছে রেললাইন । তার জন্য রাতে ওয়াগন ব্রেকারদের দৌরাত্ম্য । অর্থাৎ, নিরাপত্তা ও উন্নয়নের অভাবে গ্রাম ছাড়েন গ্রামের বাসিন্দারা । নিজেদের বাস্তুভিটে ছেড়ে কুলটির বিভিন্ন এলাকায় বাসা বাঁধেন বেনাগ্রামের বাসিন্দারা ৷ গ্রাম হয়ে যায় জনশূন্য । গুজব ছড়ায়, ভূতের ভয়ে গ্রাম ছেড়েছে বেনাগ্রামের মানুষ ৷
বেনাগ্রামের পুরোনো বাসিন্দা সুবোধ মাঝি বলেন, "গ্রামে রাস্তা নেই, আলো নেই, জল নেই, কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নেই ৷ কেউ কি সাধ করে ভিটে ছাড়ে ৷ "