আসানসোল, 6 মে : বারাবনি থানার পাঁচগাঁছিয়া অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ডাম্পার (An Over Loaded Dumper Hits Shops in Asansol) ৷ শুক্রবার ভোরের এই দুর্ঘটনায় দু’টি দোকানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ যদিও হতাহতের কোনও খবর নেই ৷ স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তা দিয়ে সবসময় পাথরবোঝাই ওভার লোডেড ডাম্পার দ্রুতগতিতে চলাচল করে ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে বিকট শব্দ শুনে এলাকাবাসীর ঘুম ভেঙে যায় ৷ তাঁরা দেখেন একটি পাথর বোঝাই ডাম্পার রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি দোকানে ঢুকে পড়েছে ৷ ওই দু’টি দোকানের মধ্যে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকান ছিল ৷ দোকানের মালিক সুহান সাউ জানান, তাঁর ইলেকট্রনিক্সের দোকান ৷ টিভি, ফ্রিজ, এসি, মোবাইল এইসব বিক্রি করেন ৷ সম্পূর্ণ দোকান ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ তাঁর আরও দাবি, কমপক্ষে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷