বারাবনি, 3 জুন : রানিগঞ্জের পর এবার বারাবনি । BJP কর্মীদের ওপর এলোপাথাড়ি লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । আজ বারাবনি BDO অফিসের সামনে এই ঘটনা ঘটে । পুলিশের লাঠির আঘাতে জখম হন বেশ কয়েকজন BJP কর্মী । BJP কর্মীদের দাবি সাংসদের প্রতিনিধি হয়ে, রেশন নিয়ে তারা ডেপুটেশন দিতে গেছিলেন BDO অফিসে । তখনই তাঁদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।
বারাবনিতে BJP কর্মীদের উপর লাঠিচার্জ ! অভিযোগ অস্বীকার পুলিশের
BJP কর্মীদের দাবি সাংসদের প্রতিনিধি হয়ে, রেশন নিয়ে তারা ডেপুটেশন দিতে গেছিলেন BDO অফিসে । তখনই তাঁদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।
দলীয় পতাকা ছাড়াই সাংসদের প্রতিনিধি হিসেবে BDO অফিসে রেশন নিয়ে ডেপুটেশন দিতে গেছিলেন বারাবনি ব্লকের বেশ কয়েকজন BJP কর্মী । আগে থেকেই এই কর্মসূচি সম্পর্কে BDO-কে জানানো হয়েছিল বলে BJP-র দাবি । কিন্তু তারপরেও শান্তিপূর্ণ এই কর্মসূচি করতে গিয়ে পুলিশের লাঠি খেতে হল বলে BJP কর্মীদের অভিযোগ । গরিব মানুষেরা কেন ঠিকভাবে রেশন পাচ্ছেন না তা নিয়েই BDO-কে অবগত করাই ছিল সাংসদের প্রতিনিধি দলের উদ্দেশ্য । এমন কি কোনও দলীয় পতাকাও ছিল না তাঁদের হাতে । কিন্তু বারাবনি BDO অফিসের কাছে যেতেই বারাবনি থানার পুলিশ কোনও কথা না শুনে তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনায় বেশ কয়েকজন BJP কর্মী জখম হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি রয়েছেন । এদের মধ্যে গৌতম পাণ্ডে নামের এক BJP কর্মীর আঙ্গুল ফেটে গেছে ও হাতেও আঘাত রয়েছে বলে জানা গেছে ।
আক্রান্ত গৌতম পাণ্ডে জানান, "শান্তিপূর্ণভাবে সাংসদের প্রতিনিধিত্ব করতেই আমরা গেছিলাম BDO কে ডেপুটেশন দিতে । গরিব মানুষেরা কেন রেশন পাচ্ছেন না, তা নিয়েই BDO-কে জানাতে গিয়েছিলাম । আর তখনই আমাদের উপর লাঠিচার্জ করে বারাবনি থানার পুলিশ । আমাদের কোনও কথাই শুনতে চায়নি পুলিশ । " যদিও বারাবনি থানার পুলিশ জানিয়েছে কোনও লাঠিচার্জ করা হয়নি ।