আসানসোল, 29 মে: দু বছর আগে সালানপুরের রূপনারায়ণপুরে এক বৃদ্ধা খুন হয়েছিলেন (Asansol Elderly woman murder case)। তদন্তে নেমে দু বছর পর ওই বৃদ্ধার বাড়ির পরিচারককে গ্রেফতার করল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ । প্রায় চাপা পড়ে যাওয়া মামলার ফাইল নতুন করে খুলে তদন্ত শুরু হয় ৷ তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করে সাফল্য পেলেন রূপনারায়ণপুর ফাঁড়ির আইসি রাহুলদেব মণ্ডল । ধৃতের নাম করণ দাস । গতকাল রূপনারায়ণপুরের পশ্চিম রাঙামাটিয়ার হরিজন বস্তি থেকে করণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ (Asansol arrest)। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছে করণ ।
2020 সালের 20 মার্চ রূপনারায়ণপুর বিডিও অফিস রোডে নিজের আবাসনেই উদ্ধার হয় শেফালি রায় (65) নামে এক বৃদ্ধার মৃতদেহ । বৃদ্ধা একাই থাকতেন ওই বাড়িতে । তাঁর বাড়িতে কাজ করত করণ দাস নামে ওই পরিচারক । বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের পর রাঁচিতে থাকা তাঁর ভাই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন । পুলিশ সেই সময় তদন্তে তেমন কোনও উন্নতি করতে পারেনি । অভিযুক্ত করণ দাসও গা ঢাকা দেয় ।