পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বামীর দেহ নিয়ে রাজ্যের সীমান্তে 6 ঘণ্টা আটকে মহিলা - অ্যাম্বুলেন্স

17 মার্চ স্বামী মানস কুমার বোয়ালকে নিয়ে কল্পনা দেবী দিল্লির এইমসে গিয়েছিলেন চিকিৎসা করাতে । স্বামীর ব্রেন টিউমার হয়েছিল। গত কাল স্বামীর মৃত্যু হয়। হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার নিয়ে তিনি অ্যাম্বুলেন্সে স্বামীর দেহ নিয়ে ফিরছিলেন। কিন্তু আইনগত জটিলতার কারণে সীমান্তে আটকে যান কল্পনা দেবী।

state border
সীমান্ত

By

Published : May 2, 2020, 7:49 PM IST

আসানসোল, 2 মে : স্বামীর মৃত্যু তাঁর কাছে কষ্টের ছিল। কিন্তু স্বামীর মৃতদেহ বাড়ি নিয়ে যেতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে তাঁকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা অত্যন্ত কষ্টের । মৃতদেহ নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল বাড়ি ফেরা। শেষ পর্যন্ত অন্য অ্যাম্বুলেন্সে স্বামী মানস কুমার বোয়ালের দেহ নিয়ে পূর্ব মেদিনীপুর রওনা দেন কল্পনা বোয়াল। যাওয়ার আগে জানিয়ে গেলেন, এই যন্ত্রণা তাঁর সারাজীবন মনে থাকবে।

গত 17 মার্চ স্বামী মানস কুমার বোয়ালকে নিয়ে কল্পনা দেবী দিল্লির এইমসে গিয়েছিলেন । স্বামীর ব্রেন টিউমার হয়েছিল। গত কাল স্বামীর মৃত্যু হয়। হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার নিয়ে তিনি অ্যাম্বুলেন্সে স্বামীর দেহ নিয়ে ফিরছিলেন। কিন্তু আইনগত জটিলতার কারণে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে যান কল্পনা দেবী।

আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা ডেথ সার্টিফিকেট দেখতে চান কল্পনা দেবীর কাছ থেকে। কিন্তু তিনি জানান, 15 দিন আগে ডেথ সার্টিফিকেট এইমস দেয়না । সাদা কাগজে এইমসের ডিসচার্জ সার্টিফিকেট দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা মৃতদেহ নিয়ে এ রাজ্যে ঢোকার অনুমতি দেয়নি কল্পনা দেবীকে। পরে বিষয়টি নিয়ে উচ্চ মহলে জানালে বিশেষ অনুমতির মাধ্যমে প্রায় 6 ঘণ্টা পর এ রাজ্যে স্বামীর দেহ নিয়ে ঢুকতে পান কল্পনা দেবী। কিন্তু দুর্ভাগ্যবশত কুলটির দামাগোড়িয়া এলাকায় অ্যাম্বুলেন্স খারাপ হয়ে যায়।

চেষ্টা করেও অ্যাম্বুলেন্স সারানো যায়নি। শেষে স্থানীয় যুবকদের সহযোগিতা ও আত্মীয়দের উদ্যোগে অন্য আরেকটি অ্যাম্বুলেন্সে করে প্রায় 8 ঘণ্টা পর স্বামীর মৃতদেহ নিয়ে রওনা দিতে পারেন কল্পনা দেবী।

ABOUT THE AUTHOR

...view details