পশ্চিমবঙ্গ

west bengal

Wholesale Price Inflation: গত 19 মাসে সবচেয়ে কম পাইকারি মূল্যবৃদ্ধির হার

By

Published : Nov 14, 2022, 1:50 PM IST

Updated : Nov 14, 2022, 3:40 PM IST

গত সেপ্টেম্বরে ভারতে পাইকারি মূল্যবৃদ্ধির (Wholesale Price Inflation) হার ছিল 10.7 শতাংশ ৷ অক্টোবরে তা কমে হয়েছে 8.39 শতাংশ ৷

wholesale-inflation-came-down-to-8-point-39-percent-in-october
Wholesale Price Inflation: সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে কমল পাইকারি মূল্যবৃদ্ধির হার

নয়াদিল্লি, 14 নভেম্বর: পাইকারি মূল্যবৃদ্ধির হার (Wholesale Price Inflation) গত 19 মাসে সবচেয়ে নিচে নামল ৷ অক্টোবরে এই মূল্যবৃদ্ধির হার হয়েছে 8.39 শতাংশ (inflation eases in October) ৷ সরকারের তরফে দেওয়া এই তথ্য দেওয়া হয়েছে ৷

2021 সালের মার্চে এই হার ছিল 7.89 শতাংশ ৷ তার পর 2021 সালের এপ্রিল থেকে এই হার কখনও দুই সংখ্য়ার নিচে নামেনি ৷ 2021-এর অক্টোবরে এর হার ছিল 13.83 শতাংশ ৷ সেপ্টেম্বরে এই মূল্যবৃদ্ধির হার ছিল 10.7 শতাংশ ৷

সোমবার এই নিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে খনিজ তেল, ধাতু-সহ একাধিক সামগ্রীর দাম কমার জন্যই এই হার কমেছে (India Wholesale Price Index october 2022) ৷ অন্যদিকে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিও এক সংখ্যায় নেমেছে অক্টোবরে ৷ এই মাসে এই হার 8.33 শতাংশ ৷ যা সেপ্টেম্বরে ছিল 11.03 শতাংশ ৷

এছাড়া সরকারি তথ্য অনুযায়ী, সবজিতে অক্টোবরের মূল্যবৃদ্ধির হার ছিল 17.61 শতাংশ ৷ সেপ্টেম্বরে এই হার 39.66 শতাংশ ছিল ৷ তবে এখনও খুচরো মূল্যবৃদ্ধির হার সামনে আসেনি ৷ তা এদিনই সামনে আসবে বলে জানা গিয়েছে ৷ আর তা সাত শতাংশের নিচে থাকবে বলেই বিশেষজ্ঞদের অনুমান ৷ প্রসঙ্গত, এই খুচরো মূল্যূবৃদ্ধির হারের নিরিখেই আর্থিক নীতি নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক ৷

আরও পড়ুন:আগেই মূল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপ করলে পরিস্থিতি খারাপ হতে পারে, মন্তব্য আরবিআই গর্ভনরের

Last Updated : Nov 14, 2022, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details