পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Secure Financial Plan for 2023: নতুন বছরে নিরাপদ আর্থিক পরিকল্পনা করতে মাথায় রাখুন এই বিষয়গুলি - আর্থিক পরিকল্পনা করতে মাথায় রাখুন এই বিষয়গুলি

এসে গিয়েছে 2023 ৷ এ বছর এবং আগামীতে আর্থিকভাবে স্বচ্ছল থাকতে একটি শক্তিশালী পরিকল্পনা করা প্রয়োজন (ensure your financial freedom) ৷ নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ নিতে পারেন, দেখে নিন ৷

Secure Financial Plan
আর্থিক পরিকল্পনা

By

Published : Jan 9, 2023, 11:11 AM IST

হায়দরাবাদ, 9 জানুয়ারি: করোনার সংক্রমণের চোখরাঙানি এবং বিশ্ব মন্দার বাজারের মধ্য দিয়েই সকলে আমন্ত্রণ জানিয়েছে 2023-কে (2023 arrived amid global threats) । আর এই নতুন বছরের প্রথম মাসেই একটি পাকাপোক্ত আর্থিক পরিকল্পনা (Financial plan for New Year) করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ । মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং আয় হ্রাস আপনার সামনে অনেক প্রশ্ন খাড়া করতে পারে । গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাকে 2023 সালের জন্য পরিকল্পনা করতে হবে । আগামী বছর এবং তার পরেও আপনার ভবিষ্যতকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ নেবেন, জেনে নিন ।

গত দু'বছর হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি । এখনই সময় বিগত দিনের চিন্তা না-করে আগামীর জন্য সঠিক পরিকল্পনা করার । আমেরিকান মনোবিদ আব্রাহাম মাসলো (American psychologist Abraham Maslow) মানুষের চাহিদাকে পিরামিডের আকারে বর্ণনা করেছেন । আর এর মধ্যে সবচেয়ে মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র এবং বাসস্থান ৷ যা আগে অর্জন করতে হবে । তারপর আপনার সঞ্চয় ৷ যা আপনার মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তার জন্য জরুরি ।

নতুন বছরে আর্থিক স্বাধীনতা (financial freedom) পেতে বাড়ি নিয়ে আসা আপনার বেতনের কমপক্ষে 10 শতাংশ সঞ্চয় করুন । সম্ভব হলে 20 শতাংশ আলাদা করে রাখুন । জরুরি অবস্থার ক্ষেত্রে আপনার মাসিক আয়ের তিন থেকে ছয় গুণ এফডিতে জমা করুন । টাকা বাঁচাতে পুনরাবৃত্ত আমানত ব্যবহার করুন । সঞ্চয় বাড়ানোর জন্য খরচ কমানোর মূল নীতিটি ভুলে যাবেন না । নিয়মিত একটি বাজেট তৈরি করুন । তাতে কত আয় ও ব্যয় করছেন তার সমস্ত হিসাব রাখুন ।

মাত্র এক বা দুই শতাংশ মানুষের স্বাস্থ্য বীমা রয়েছে । কিন্তু বর্তমানে ফের করোনার নতুন প্রজাতি অনেক দেশে হানা দিয়েছে, বাদ নেই ভারতও ৷ আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখা ভালো ৷ তাকে অবহেলা করা উচিত নয় । 2023 সালে পর্যাপ্ত জীবন এবং স্বাস্থ্য বীমা পলিসি নিন । আপনার পুরো পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে, বার্ষিক আয়ের কমপক্ষে 10 গুণের একটি মেয়াদি বীমা এবং 10 লক্ষ টাকার একটি স্বাস্থ্য বীমা পলিসি নেওয়া দরকার (Global recession threatening)।

খুচরা ঋণ 2022 সালে তীব্র বৃদ্ধি পেয়েছে । অনেকে ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড ঋণ, বাই-নাউ-পে-লেটার (বিএনপিএল), সোনার বন্ধকে দিয়ে ঋণ নিয়েছেন । সময়ে সময়ে এটি ফেরত দিতে হবে, কিস্তি দিতে ভুললে চলবে না ৷ দিন দিন মানুষ যতো ডিজিটাল হচ্ছে, সাইবার অপরাধ ততো বাড়ছে । বিভিন্ন রিপোর্টে 2023 সালে সাইবার অপরাধ আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ফলে এখনই ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং লেনদেনগুলিকে সুরক্ষিত করুন ৷

আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে । নিফটি 50 এবং সেনসেক্সের মতো সূচক তহবিলে বিনিয়োগ দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারে । জীবনের লক্ষ্য, বিনিয়োগ পরিকল্পনা, ক্ষতি সহ্য করার ক্ষমতা, বিনিয়োগের সময়কালের মতো সমস্ত বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিন । 2023-এর জন্য সুস্পষ্ট আর্থিক লক্ষ্য স্থির করুন, ব্যাংকবাজারের সিইও আদিল শেট্টি (Adhil Shetty, CEO, Bankbazar) বলেছেন ৷

আরও পড়ুন:ডিজিটাল লোন নেওয়ার আগে কোন কোন কথা মনে রাখতেই হবে ?

বাজারে যত উত্থান-পতনই হোক না কেন, সে সবই বিনিয়োগকারীর জন্য ইতিবাচক । প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, সবুজ অর্থনীতি, পরিচ্ছন্ন শক্তি এবং ভবিষ্যতের গতিশীলতার মতো উদীয়মান খাতগুলিতে বিনিয়োগকারীদের নজর দেওয়া উচিত । কেউ মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন এবং যারা নিরাপদে বিনিয়োগ করতে চান তাদের জন্য ডেট ফান্ডও একটি ভালো বিকল্প ৷ এমনটাই পরামর্শ এক্সিস এএমসি-এর চিফ বিজনেস অফিসার রাঘব আয়েঙ্গারের (Raghava Iyengar, Chief Business Officer, Axis AMC) ।

আমাদের কাজে লাগার মতো অর্থ উপার্জন করতে হবে । স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত পদক্ষেপ নিতে হবে । বীমাকে বিনিয়োগের সঙ্গে একত্রিত করা উচিত নয় । পিজিআইএম ইন্ডিয়া মিউচুয়াল-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার শ্রীনিবাস রাও রাভুরির (Srinivas Rao Ravuri, Chief Investment Officer, PGIM India Mutual) মতে, মুদ্রাস্ফীতিকে হারানোর জন্য বিনিয়োগ করা উচিত ৷ তাকে কখনই উপেক্ষা করা উচিত নয় ।

আরও পড়ুন:ক্রেডিট রিপোর্ট ঠিক রাখতে মাথায় রাখুন এই বিষয়গুলি

ABOUT THE AUTHOR

...view details