হায়দরাবাদ, 9 জানুয়ারি: করোনার সংক্রমণের চোখরাঙানি এবং বিশ্ব মন্দার বাজারের মধ্য দিয়েই সকলে আমন্ত্রণ জানিয়েছে 2023-কে (2023 arrived amid global threats) । আর এই নতুন বছরের প্রথম মাসেই একটি পাকাপোক্ত আর্থিক পরিকল্পনা (Financial plan for New Year) করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ । মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং আয় হ্রাস আপনার সামনে অনেক প্রশ্ন খাড়া করতে পারে । গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাকে 2023 সালের জন্য পরিকল্পনা করতে হবে । আগামী বছর এবং তার পরেও আপনার ভবিষ্যতকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে কী কী পদক্ষেপ নেবেন, জেনে নিন ।
গত দু'বছর হয়তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি । এখনই সময় বিগত দিনের চিন্তা না-করে আগামীর জন্য সঠিক পরিকল্পনা করার । আমেরিকান মনোবিদ আব্রাহাম মাসলো (American psychologist Abraham Maslow) মানুষের চাহিদাকে পিরামিডের আকারে বর্ণনা করেছেন । আর এর মধ্যে সবচেয়ে মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র এবং বাসস্থান ৷ যা আগে অর্জন করতে হবে । তারপর আপনার সঞ্চয় ৷ যা আপনার মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তার জন্য জরুরি ।
নতুন বছরে আর্থিক স্বাধীনতা (financial freedom) পেতে বাড়ি নিয়ে আসা আপনার বেতনের কমপক্ষে 10 শতাংশ সঞ্চয় করুন । সম্ভব হলে 20 শতাংশ আলাদা করে রাখুন । জরুরি অবস্থার ক্ষেত্রে আপনার মাসিক আয়ের তিন থেকে ছয় গুণ এফডিতে জমা করুন । টাকা বাঁচাতে পুনরাবৃত্ত আমানত ব্যবহার করুন । সঞ্চয় বাড়ানোর জন্য খরচ কমানোর মূল নীতিটি ভুলে যাবেন না । নিয়মিত একটি বাজেট তৈরি করুন । তাতে কত আয় ও ব্যয় করছেন তার সমস্ত হিসাব রাখুন ।
মাত্র এক বা দুই শতাংশ মানুষের স্বাস্থ্য বীমা রয়েছে । কিন্তু বর্তমানে ফের করোনার নতুন প্রজাতি অনেক দেশে হানা দিয়েছে, বাদ নেই ভারতও ৷ আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখা ভালো ৷ তাকে অবহেলা করা উচিত নয় । 2023 সালে পর্যাপ্ত জীবন এবং স্বাস্থ্য বীমা পলিসি নিন । আপনার পুরো পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে, বার্ষিক আয়ের কমপক্ষে 10 গুণের একটি মেয়াদি বীমা এবং 10 লক্ষ টাকার একটি স্বাস্থ্য বীমা পলিসি নেওয়া দরকার (Global recession threatening)।
খুচরা ঋণ 2022 সালে তীব্র বৃদ্ধি পেয়েছে । অনেকে ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড ঋণ, বাই-নাউ-পে-লেটার (বিএনপিএল), সোনার বন্ধকে দিয়ে ঋণ নিয়েছেন । সময়ে সময়ে এটি ফেরত দিতে হবে, কিস্তি দিতে ভুললে চলবে না ৷ দিন দিন মানুষ যতো ডিজিটাল হচ্ছে, সাইবার অপরাধ ততো বাড়ছে । বিভিন্ন রিপোর্টে 2023 সালে সাইবার অপরাধ আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ফলে এখনই ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং লেনদেনগুলিকে সুরক্ষিত করুন ৷