পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Daniel Leigh on Indian Economy: ভারতের অর্থনীতিকে শক্তিশালী, মত আইএমএফের বিভাগীয় প্রধানের

ভারতের আর্থিক বৃদ্ধির হারকে ভালো আখ্যা দিলেন আইএমএফের বিভাগীয় প্রধান ড্যানিয়েল লে ৷ l তাঁর মতে, ভারতের অর্থনীতিকে শক্তিশালী ৷ বৃদ্ধির হার-সহ বিশ্ব অর্থনীতিতে ভালো স্থানে রয়েছে ভারত বলেও জানান ৷

International Monetary Fund
আন্তর্জাতিক মুদ্রা তহবিল

By

Published : Apr 12, 2023, 10:39 AM IST

ওয়াশিংটন, 12 এপ্রিল:আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড) বিভাগীয় প্রধান ড্যানিয়েল লে প্রশংসা করলেন ভারতের অর্থনীতির ৷ মঙ্গলবার তিনি ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী ও ভালো অর্থনীতি বলে অভিহিত করেছেন ৷ ভারতের অর্থনীতির উপর ভরসা রাখার কথা জানিয়েছেন ড্যানিয়েল ৷ তিনি বলেছেন, "ভারতের অর্থনীতি খুব শক্তিশালী । আর্থিক উচ্চ বৃদ্ধির হার-সহ ভারত এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে ভালো স্থানে রয়েছে ।" ড্যানিয়েল আরও বলেন, " আমাদের ভারতে আর্থিক বৃদ্ধির হার রয়েছে ৷ যা 2022 সালে 6.8 ছিল । ভুলে গেলে চলবে না যে ভারত বিশ্ব অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ।

আইএমএফ মঙ্গলবার 2023-24 এর জন্য তার আর্থিক বৃদ্ধির হার পূর্বের 6.1 শতাংশ থেকে কমিয়ে 5.9 শতাংশ করেছে ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সত্ত্বেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি হিসেবে উঠে এসেছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে । আইএমএফ অনুমান করেছে, ভারতের মুদ্রাস্ফীতি চলতি বছরে 4.9 শতাংশ এবং পরের অর্থবর্ষে 4.4 শতাংশে নেমে আসতে পারে ৷ আইএমএফ বৃদ্ধির হার ভারতীয় রিজার্ভ ব্যাংকের থেকে কম । কেন্দ্রীয় ব্যাংক 2022-23 অর্থবছরের জন্য 7 শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এবং 1 এপ্রিল থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে যা 6.4 শতাংশ হবে ।

অন্যদিকে, আন্তর্জাতিক ঋণদাতা মুদ্রাস্ফীতি, ঋণ এবং ক্রমবর্ধমান সুদের হার থেকে আর্থিক খাতে ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । এটি সতর্ক করেছে যে যদি ব্যাংকগুলি আরও ঋণ কমিয়ে দেয় তাহলে 2023 সালে বৈশ্বিক উৎপাদন আরও 0.3 শতাংশ কমে যাবে । রিপোর্টে বলা হয়েছে, "খাদ্য ও শক্তির দাম কম হওয়া এবং সরবরাহ-চেইনের কার্যকারিতা উন্নত হওয়া সত্ত্বেও, সাম্প্রতিক আর্থিক খাতের অশান্তি থেকে বর্ধিত অনিশ্চয়তার সঙ্গে ঝুঁকিগুলি দৃঢ় হচ্ছে । আইএমএফ প্রজেক্ট করেছে 2023 সালে প্রবৃদ্ধি 2.8 শতাংশের নিচে নামবে, যা 2024 সালে 3 শতাংশের পরে উঠবে ৷ পরবর্তী বছর 4.9 শতাংশে নেমে যাওয়ার আগে মুদ্রাস্ফীতি 2023 সালে 7 শতাংশে থাকবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন:20 এপ্রিল দিল্লিতে স্টোর খুলছে অ্যাপল

ABOUT THE AUTHOR

...view details