ওয়াশিংটন, 12 এপ্রিল:আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ড) বিভাগীয় প্রধান ড্যানিয়েল লে প্রশংসা করলেন ভারতের অর্থনীতির ৷ মঙ্গলবার তিনি ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী ও ভালো অর্থনীতি বলে অভিহিত করেছেন ৷ ভারতের অর্থনীতির উপর ভরসা রাখার কথা জানিয়েছেন ড্যানিয়েল ৷ তিনি বলেছেন, "ভারতের অর্থনীতি খুব শক্তিশালী । আর্থিক উচ্চ বৃদ্ধির হার-সহ ভারত এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে ভালো স্থানে রয়েছে ।" ড্যানিয়েল আরও বলেন, " আমাদের ভারতে আর্থিক বৃদ্ধির হার রয়েছে ৷ যা 2022 সালে 6.8 ছিল । ভুলে গেলে চলবে না যে ভারত বিশ্ব অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ।
আইএমএফ মঙ্গলবার 2023-24 এর জন্য তার আর্থিক বৃদ্ধির হার পূর্বের 6.1 শতাংশ থেকে কমিয়ে 5.9 শতাংশ করেছে ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সত্ত্বেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি হিসেবে উঠে এসেছে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এমনই পরিসংখ্যান প্রকাশ করেছে । আইএমএফ অনুমান করেছে, ভারতের মুদ্রাস্ফীতি চলতি বছরে 4.9 শতাংশ এবং পরের অর্থবর্ষে 4.4 শতাংশে নেমে আসতে পারে ৷ আইএমএফ বৃদ্ধির হার ভারতীয় রিজার্ভ ব্যাংকের থেকে কম । কেন্দ্রীয় ব্যাংক 2022-23 অর্থবছরের জন্য 7 শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এবং 1 এপ্রিল থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে যা 6.4 শতাংশ হবে ।