পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

Gold And Silver Price: উৎসবের মরশুমে জেনে নিন সোনা ও রুপোর বাজারমূল্য - Gold And Silver Price

এইচডিএফসি সিকিউরিটিজ অনুসারে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের সঙ্গে তাল মিলিয়ে বুধবার জাতীয় রাজধানীতে সোনার দাম প্রতি 10 গ্রাম 435 টাকা কমে 49,282 টাকা হয়েছে । আগের বাণিজ্যে, হলুদ ধাতুটি প্রতি 10 গ্রাম 49,717 টাকায় স্থির হয়েছিল (Gold And Silver Price)।

Gold And Silver Price News
জেনে নিন সোনা ও রুপোর বাজারমূল্য

By

Published : Sep 29, 2022, 4:20 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর:এইচডিএফসি সিকিউরিটিজ অনুসারে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের সঙ্গে তাল মিলিয়ে বুধবার জাতীয় রাজধানীতে সোনার দাম প্রতি 10 গ্রাম 435 টাকা কমে 49,282 টাকা হয়েছে । আগে বাণিজ্যক্ষেত্রে হলুদ ধাতুটির মূল্য প্রতি 10 গ্রাম 49,717 টাকায় স্থির হয়েছিল (Gold And Silver Price)।

রূপো 1,600 টাকা কমে প্রতি কেজি 54,765 টাকা হয়েছে। এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার বলেছেন, "ঝুঁকি-বিরোধী অনুভূতি এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) সোনার হোল্ডিং কমানোর কারণে দিল্লিতে 24-ক্যারেট সোনার জন্য স্পট গোল্ডের দাম প্রতি 10 গ্রামে 435 টাকা কমেছে ।"

আরও পড়ুন: সহযোগী 6 সংস্থাকে মূল সংস্থার সঙ্গে জুড়ে দিল টাটা স্টিল

পারমার আরও বলেন, "আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি 1,615.7 মার্কিন ডলারে এবং রূপা প্রতি আউন্স 18 মার্কিন ডলারে লেনদেন করছে । COMEX-এ স্পট গোল্ডের দাম আউন্স প্রতি USD 1,615 এ নেমে যাওয়ায় সোনার দাম কম লেনদেন হয়েছে, যা এপ্রিল 2020 এ সর্বশেষ দেখা গিয়েছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details