নয়াদিল্লি, 28 মার্চ: বাড়তে চলেছে পিএফে সুদের হার ৷ অবসর তহবিল সংস্থা (Retirement fund body) মঙ্গলবার বৈঠকে 2022-23 সালের জন্য নির্ধারিত কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল (Employees' provident fund) আমানতের উপর 8.15 শতাংশ সুদের হার নির্ধারণ করেছে । আগের বছর মার্চ মাসে ইপিএফও 2021-22 এর জন্য নির্ধারিত ভবিষ্যৎ তহবিলের (EPF) উপর সুদের হার ছিল 8.1 শতাংশ এবং যা 2020-21 সালে 8.5 শতাংশ ছিল ৷
2021 সালের থেকে 2022 সালে সুদের হার কমে যায় ৷ 8.5 শতাংশ থেকে নেমে 8.1 শতাংশে আসে ৷ পাঁচ কোটি গ্রাহকের জন্য চার দশকে 2022 সালে পিএফে সবচেয়ে কম সুদের হার নির্ধারণ করা হয় ৷ 1977-78 সালের পর ছিল এটি সর্বনিম্ন ৷ ওই সালে ইপিএফ সুদের হার 8 শতাংশে নেমে দাঁড়িয়েছিল । কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) মঙ্গলবার তার সভায় 2022-23 এর জন্য ইপিএফে 8.15 শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনটাই সূত্রের তরফে জানা গিয়েছে ।
সিবিটি (CBT) সিদ্ধান্ত নেওয়া নিয়েছিল 2020-21 সালে ইপিএফ আমানতের উপর 8.5 শতাংশ সুদের হার 2021 সালের মার্চ মাসে দেওয়ার ৷ সিবিটি'র সিদ্ধান্তের পরে, 2022-23-সালে ইপিএফ আমানতের উপর সুদের হার সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে ৷ সরকারের অনুমোদনের পরে, 2022-23 সালের জন্য এপিএফ-এর সুদের হার অবসর তহবিল সংস্থার (EPFO) পাঁচ কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে ।
অর্থ মন্ত্রকের মাধ্যমে সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পরেই অবসর তহবিল সংস্থা সুদের হার প্রদান করে । 2020 সালের মার্চ মাসে, অবসর তহবিল সংস্থা প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের উপর সুদের হার কমিয়ে 8.5 শতাংশের হারে 2019-20 সালের টাকা প্রদান করে ৷ যা ছিল সাত বছরের সর্বনিম্ন সুদের হার ৷ 2018-19 সালে 8.65 শতাংশ হারে সুদের হার দেওয়া হয় । অবসর তহবিল সংস্থা তার গ্রাহকদের 2016-17 সালে 8.65 শতাংশ এবং 2017-18 সালে 8.55 শতাংশ সুদের হার প্রদান করেছিল । 2015-16 সালে সুদের হার 8.8 শতাংশে কিছুটা বেশি ছিল । অবসর তহবিল সংস্থাটি 2013-14 এর পাশাপাশি 2014-15 সালে 8.75 শতাংশ সুদের হার দিয়েছে ৷ যা 2012-13-এর 8.5 শতাংশের চেয়ে বেশি । 2011-12 সালে সুদের হার ছিল 8.25 শতাংশ ।
আরও পড়ুন:25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে চলেছে আরবিআই, মত বিশেষজ্ঞদের